সিরাজগঞ্জে হত্যা মামলার রায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা রোববার বিকেলে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সোহেল রানা (৩০) সদর উপজেলার কালিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ৮ আগস্ট পরকীয়া প্রেমের জের ধরে সোহেল পার্শ্ববর্তী কান্দাপাড়া দক্ষিণপাড়া গ্রামের এরশাদ আলমের ছেলে আব্দুল আলিমকে হত্যা করে। পরের দিন সকালে কান্দাপাড়া গ্রামের বাড়ির পাশ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে ৪ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করার পর পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট প্রদান করে। দীর্ঘ শুনানি শেষে আদালত সোহেল রানাকে উক্ত রায় প্রদান ও বাকি ৩ জনকে বেকসুর খালাস প্রদান করেন। বাদল ভৌমিক/এমএএস/পিআর