নাহিদ হোসাইন
১.আজ এই শ্রাবণধারায়,মন যে হারিয়ে যায়।
২.এসো বৃষ্টির গান গাই,উদাসী ক্লান্ত দুপুরে হারাই।
৩.চলো আজ ভিজি কিছুক্ষণ,রিমঝিম শব্দে মাতাল হবে মন।
৪.ঝুমুর পায়ে তুমি সুর তুলবে,মনটা তোমার প্রেমে পড়বে।
৫.এসো নীপবনে জলধারার আহ্বানেবৃষ্টির গান গাই, মেঘের আমন্ত্রণে।
এসইউ/এমএস