দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচন বর্জন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জন করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মশিউর রহমান সেলিম। শনিবার দুপুর দেড়টার দিকে রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। একই সঙ্গে রামরাইল ইউনিয়নে পুনরায় ভোটগ্রহণেরও দাবি জানিয়েছেন তিনি।সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর লোকজন ১১টি ভোটকেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রই দখল করে ব্যাপক ভোট কারচুপি করেছে।তিনি বলেন, প্রশাসনের সহযোগিতায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন ও জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লার নেতৃত্বে নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারা হয়েছে।সংবাদ সম্মেলনে তিনি রামরাইল ইউপি নির্বাচন বর্জন করে পুনরায় ভোটগ্রহণের দাবি জানান।সংবাদ সম্মেলনে মশিউর রহমান সেলিমের নির্বাচনী এজেন্ট ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।এর আগে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. ছাদেকুর রহমান নির্বাচন বর্জন করেন।আজিজুল আলম সঞ্চয়/এসএস/আরআইপি