ঝিনাইদহে পূবালী ব্যাংকে প্রবেশের সময় হাসানুজ্জামান ফারুক নামে এক ব্যবসায়ীকে মাথায় গুলি করে ১০ লাখ ৮ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। রোববার সকাল ১০টার দিকে শহরের পায়রা চত্বর ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, শহরের হামদহ এলাকার শহিদুল ইসলামের ছেলে ও রেজাউল ইসলাম ফিলিং স্টেশনের ম্যানেজার সকালে টাকা নিয়ে পূবালী ব্যাংকে জমা দেয়ার জন্য সিঁড়িতে ওঠে। এ সময় ৩/৪ জনের একদল ছিনতাইকারী তার মাথায় গুলি করে ১০ লাখ ৮ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।এ ঘটনায় জড়িতদের আটকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপিনাথ কানজিলাল। আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস