পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নিবার্চনে নেত্রকোনার পূর্বধলা ও দূর্গাপুর উপজেলার ১৮টি ইউনিয়নের মোট ৮৫ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সর্বনিম্ন ভোট পেয়ে আলোচনায় এসেছেন এক চেয়ারম্যান প্রার্থী। তিনি পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নে জাতীয় পার্টি সমির্থিত প্রার্থী হিসেবে নিবার্চনে অংশ নিয়ে মাত্র ১৫ ভোট পেয়েছেন।পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১,৩৩৪ জন। এই ইউনিয়নে সিরাজুল ইসলাম আকন্দ স্বতন্ত্র ঘোড়া প্রতীক নিয়ে ৯৮৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯০৫ ভোট। আর এই ইউনিয়নে সর্বনিম্ন ১৫ ভোট পেয়ে আলোচনায় এসেছেন লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ। এ ব্যাপারে জাতীয় পার্টি মনোনীত পরাজিত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ কারার চেষ্টা করা হলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।পূর্বধলা উপজেলা নির্বাচন কর্মকর্তা জিনাত আরা ভোটের এ তথ্য নিশ্চিত করেছেন। কামাল হোসাইন/এআরএ/পিআর