বৈচিত্র্যময় চরিত্রের জন্য দারুণ জনপ্রিয় দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি। বেশিরভাগ সময়ই তাকে অ্যাকশন মুডেই দেখা যায়। তবে এবার তিনি ফিরছেন একেবারেই রোমান্সে ভরপুর এক সিনেমা নিয়ে। তার ৫২তম সিনেমার নাম ‘থালাইভান থালাইভি’।
এ ছবিতে সেই ‘৯৬’ ছবির মতো প্রেমিক চরিত্রে মুগ্ধতা ছড়াবেন এই অভিনেতা। তার সঙ্গে আছেন মিষ্টি নায়িকা নিত্য মেনন। দুজনকে দেখা যাবে এক কঠিন বাস্তবতা ও আবেগে মোড়া প্রেমের গল্পে।
কী আছে গল্পে, সেই আলোচনা চলছে বিজয় ভক্তদের মনে। জানা গেছে, বিজয় এই ছবিতে একজন স্ট্রিট ফুড বিক্রেতার চরিত্রে অভিনয় করবেন। নিত্য তার স্ত্রী। দুজনে মিলে চালান পরোটার দোকান। সেখানে আছে প্রেম ও ঝগড়ার গল্প। থাকবে ছোট ছোট কিছু দুঃখ থেকে বড় বড় অনুভূতির স্পর্শ। হাস্যরসের আড়ালে এই গল্পটি দর্শককে মুগ্ধ করবে বলে দাবি পরিচালক পণ্ডিরাজের। এই সিনেমায় কমেডি ছড়িয়ে দিতে উপস্থিত হয়েছেন যোগি বাবুও। বাকি শিল্পীদের নাম এখনও জানানো হয়নি।
ছবির টাইটেল টিজারে দেখা যায়, একদল নারী নববধূ নিত্যকে দেখে প্রশংসা করছেন, ‘এই মেয়েটাকে কিছুতেই আর কষ্ট পেতে হবে না!’ মুহূর্তেই স্ক্রিনে হাজির হন বিজয় সেতুপতি। শুরু হয় তার ও নিত্যর দাম্পত্যকলহ। টিজারের শেষদিকে হঠাৎ গল্প মোড় নেয় গা ছমছমে রহস্যের দিকে।
এদিকে সম্প্রতি বিজয় সেতুপতি নতুন একটি সিনেমায় কাজের ঘোষণা দিয়েছেন। পুরি জগন্নাধ পরিচালিত এ ছবিতে টাবু ও রাধিকা আপ্তেও থাকবেন। সিনেমাটির শুটিং জুনে শুরু হবে। একাধিক ভাষায় মুক্তি পাবে ছবিটি। এছাড়া ‘অ্যাস’ ও ‘ট্রেন’ নামের আরও দুই ছবিতে কাজ করছেন বিজয়।
অন্যদিকে, নিত্য মেননকে শেষ দেখা গেছে ‘কাধালিক্কা নেরামিল্লাই’ ছবিতে।
এলআইএ/এমএস/আরএমডি