দেশজুড়ে

ফেনীর বালিগাও ও ধর্মপুর ইউপির নির্বাচন স্থগিত

ফেনী সদর উপজেলার বালিগাও ও ধর্মপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছে উচ্চ আদালত। অনেকদিন ধরে সহিংসতার কারণে দুই ইউপি নির্বাচন স্থগিত করতে হাইকোর্টে পৃথক দুটি রিট আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত স্থগিতাদেশ জারি করে। বিচারপতি মোহম্মদ মোয়াজ্জেম হোসেন এবং বদরুজ্জামানের যৌথ বেঞ্চ এ রায় প্রদান করেছেন।জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন এ সংক্রান্ত আদেশ পেয়েছেন বলে জাগো নিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।জহিরুল হক মিলু/এসএস/আরআইপি