কৃষি ও প্রকৃতি

কদম গাছের চারা রোপণ করবেন যেভাবে

বর্ষায় কদম ফুল ফোটে। বর্ষার দূত বলা হয় এই ফুলকে। তাই এ সময়ে কদম গাছ সবার প্রিয়। আবার কদম গাছের চারা রোপণের সঠিক সময় কিন্তু এই বর্ষাকাল। বিশেষ করে আষাঢ় মাস। এটি দ্রুত বর্ধনশীল একটি গাছ। তাই কদম গাছ রোপণের সময় কিছু বিষয় মনে রাখতে হবে:

পরিচিতিকদম গাছ বিভিন্ন নামে পরিচিত। যেমন- কদম্ব, বুল কদম, বৃত্তপুষ্প, মেঘাগমপ্রিয়, কর্ণপূরক, ভৃঙ্গবল্লভ, মঞ্জুকেশিনী, পুলকি, সর্ষপ, প্রাবৃষ্য, ললনাপ্রিয়, সুরভি, সিন্ধুপুষ্প প্রভৃতি। গাছটি সাধারণত ১৫-২০ মিটার পর্যন্ত লম্বা হয়। এর আদি নিবাস বাংলাদেশ, ভারত, চীন ও মালয়েশিয়া।

রোপণের সময় ও পদ্ধতিআমাদের দেশে বর্ষাকাল, বিশেষ করে আষাঢ় মাস কদম গাছ রোপণের জন্য উপযুক্ত সময়। চারা রোপণের জন্য ৬-১২ ইঞ্চি গভীর এবং চওড়া গর্ত তৈরি করুন।

আরও পড়ুনওষুধি গুণে ভরপুর স্পাইডার লিলিহারিয়ে যাচ্ছে ওষুধি গুণসম্পন্ন নিম গাছ

মাটি ও সারকদম গাছ রোপণের জন্য উর্বর দোআঁশ মাটি প্রয়োজন। গাছটি সাধারণত নদীর তীরে এবং জলাভূমিতে বেড়ে ওঠে। তবে রোপণের পর জৈব সার ব্যবহার করা ভালো।

পরিচর্যাকদম গাছে নিয়মিত পানি দিন এবং আগাছা পরিষ্কার করুন। এ গাছ রোপণের মাধ্যমে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পায়। পাশাপাশি পরিবেশের সুরক্ষায়ও অবদান রাখে।

এসইউ/জেআইএম