দেশজুড়ে

ভাবমূর্তি রক্ষায় নৌকায় সিল মারতে বাধ্য করছেন কর্মীরা

বুথে ঢুকে ব্যালট পেপার ডাকাতির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন কক্সবাজার সদরের জালালাবাদ ইউপির স্বতন্ত্র প্রার্থী জসিম উল্লাহ মিয়াজি। ইউনিয়নের ৯টি কেন্দ্রের ৫টিতে সরাসরি এবং বাকি গুলোতেও একইভাবে ভোট ডাকাতির অভিযোগ তুলে দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন। জসিম উল্লাহ মিয়াজি বলেন, জালালাবাদে নৌকার প্রার্থী হয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ। সকালে শুরুতে কিছু সময় সুন্দরভাবে ভোটগ্রহণ চলছিল। কিন্তু বেলা ১১টার পর থেকে ছাত্রলীগের স্থানীয় ও বহিরাগত বেশ কিছু কর্মী কেন্দ্রে যান। তারা ভোটকেন্দ্রে ঢুকে ভোটারের কাছ থেকে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট পেপার নিয়ে নিজেরা নৌকায় সিল মারছেন অথবা ভোটারদের সিল মারতে বাধ্য করাচ্ছেন। অভিযোগ দেয়া হলেও প্রিজাইডিং অফিসার কোনো ব্যবস্থা নিচ্ছেন না। মধ্যম বাহারছরা, মোহনভিলা, জমিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সবকটি কেন্দ্রে একই অবস্থা বিরাজ করছে বলে অভিযোগ করেন তিনি। সরেজমিনে বুথে গিয়ে অভিযোগের সত্যতা মেলে। স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বুথে অবাধে বিচরণ করছেন। এভাবে বিচরণের যৌক্তিকতা জানতে চাইলে তারা বলেন, নৌকার পরাজয় হলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। তাই ভোটারদের অনুপ্রাণিত করছি মাত্র। এসব বিষয়ে জানতে চাইলে প্রিজাইডিং অফিসার মারুফুল হক শাওন বলেন, এরকম কোনো ঘটনা এখানে ঘটছে না। কেন্দ্রে এরা কারা জানতে চাইলে কিছু না বলে বুথ থেকে তাদের বের হয়ে যেতে বলেন। সায়ীদ আলমগীর/এফএ/এবিএস