দেশজুড়ে

ঝালকাঠিতে ৪ ডাকাত আটক

ঝালকাঠিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। রোববার রাত ১১ টায় সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ওস্তাখান গ্রাম থেকে তাদের আটক করা হয়।ঝালকাঠির সিনিয়র সহকারী পলিশ সুপার এএসপি সার্কেল ঝালকাঠি এম এম মাহমুদ হাসানের নেতৃত্বে অভিযানে অংশ নেয় সদর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আ. হালিম তালুকদার পুলিশের একটি দল। ধানসিঁড়ি ইউপি চেয়ারম্যান জাকির হোসাইন ও ইউপি সদস্য আবুসহ শতাধিক লোক অভিযান পরিচালনায় পুলিশকে সহযোগিতা করেন। উপ-পরিদর্শক (এসআই) আ. হালিম তালুকদার বলেন, সদর উপজেলার ওস্তাখান গ্রামে রাতে অপরিচিত ৪ জনকে ঘোরাফেরা করতে দেখে তারা ইউপি চেয়ারম্যান-মেম্বারদের সহায়তায় আটক করে। পরে পুলিশকে খবর দিয়ে সোপর্দ করে। জনগণ আটক করায় মারধর করেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা আনা হচ্ছে। তবে আটকদের পরিচয় এখনো বিস্তারিত পাওয়া যায়নি। আতিকুর রহমান/এসএস/পিআর