জঙ্গি তৎপরতার অভিযোগে মাগুরা জেলা জামায়াতের আমির আলমগীর বিশ্বাস ও তার অপর এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার শত্রুজিৎপুর এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।এ বিষয়ে মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শত্রুজিৎপুর আম বাগান এলাকা থেকে জেলা জামায়াতের আমির আলমগীর বিশ্বাস ও তার সহযোগী সোয়াইবকে গ্রেফতার করেছে পুলিশ। আলমগীর বিশ্বাসের বিরুদ্ধে জঙ্গি তৎপরতার অভিযোগ রয়েছে। এছাড়া তার নামে সদর থানায় নাশকতার অভিযোগে ৬টি মামলা রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।আরাফাত হোসেন/এফএ/আরআইপি