লাইফস্টাইল

ব্যস্ত শহরে বাসা হলে কেমন হবে বসার ঘর

ঢাকা শহরে মধ্যবিত্তের ফ্ল্যাটগুলো সাধারণত তুলনামূলক ছোট, জানালা কম, আর চারপাশে থাকে শব্দ ও ধুলাবালি। তাই বসার ঘর সাজানোর সময় শুধু সৌন্দর্য নয় – চিন্তা করতে হয় আলো-বাতাস, আরাম, পরিচ্ছন্নতা এবং বাস্তবতার দিকগুলো নিয়েও।

সুযোগ বা বাজেট যেমনই হোক, সবাই চায় বাসায় কোনো অতিথি আসলে যেন তারা বাসাটার প্রশংসা করেন। আর এজন্যই প্রয়োজন রুচিশীল একটি বসার ঘর।

আজ তাই জেনে নিন বাস্তবতার কথা মাথায় রেখে আপনার বসার ঘরটিকে কীভাবে একটি মেকওভার দিতে পারেন-

১. হালকা রঙের দেয়াল, পর্দা ও সোফা বেছে নিন

ঢাকার অনেক ফ্ল্যাটেই আলো প্রবেশ করে কম। তাই ঘর হালকা ও খোলা দেখানোর জন্য হালকা রঙ বেছে নিন। সাদা, অফ হোয়াইট, হালকা ছাই, প্যাস্টেল – এই জাতীয় রঙের দেয়াল ঘরকে বড় দেখাতে সাহায্য করে। সেই সঙ্গে কাছাকাছি রঙের সোফা ঘরে এক ধরনের কোমলতা নিয়ে আসে।

সঙ্গে হালকা রঙের সুতি বা লিনেন পর্দা ব্যবহার করলে আলো ভেতরে ঢোকে, আবার বাইরের ধুলাও কিছুটা আটকায়।

২. কম আসবাব, বেশি খোলা জায়গা

ঢাকার বাড়িগুলোতে জায়গা বরাবরই কম। তাই বড় বড় সোফা বা অতিরিক্ত টেবিল-আলমারি রাখলে ঘর ভারী লাগে। তার বদলে মিনিমাল ডিজাইন রাখা ভালো। একটি মাঝারি সাইজের সোফা সেট, একটি কাঠের বা ধাতুর সেন্টার টেবিল, আর দেয়ালে কিছু ওপেন শেলফ।

চাইলেই ছোট একটা কার্পেট বা বাটি চেয়ার দিয়ে আরামদায়ক কিন্তু হালকা লুকও তৈরি করা যায়।

৩. সবুজের ছোঁয়া জরুরি

ঢাকার মতো কংক্রিট শহরে বসার ঘরে কিছু ইনডোর প্ল্যান্ট রাখলে শুধু চোখের আরামই নয়, একটু নির্মল বাতাসও পাওয়া যায়।

মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট – জাতীয় গাছ কম আলোতে বাঁচে, দেখতেও সুন্দর।

৪. শব্দ ও ধুলাবালি ঠেকাতে চাইলেও স্টাইল ছাড়বেন না

রাস্তার পাশে বাসা হলে বাইরের শব্দ অনেক সময় বিরক্তি ও বাসার ভেতরের শব্দদূষণের কারণ হতে পারে। তাই পর্দা বেছে নেওয়ার সময় একটু ভারী বা সাউন্ড অ্যাবজর্বিং ফ্যাব্রিক নিতে পারেন। ধুলাবালির কথা ভেবে খেয়াল রাখুন যেন ঘরের শোপিস বা কার্পেট বেশি ঝামেলাপূর্ণ না হয়। সহজে মোছা যায় এমন ম্যাটেরিয়ালই ভালো।

৫. ব্যক্তিত্ব ফুটিয়ে তুলুন

শুধু স্টাইল দেখে ঘর সাজালে তা ‘ক্যাটালগ ঘর’ মনে হয়। বরং বসার ঘরে আপনার গল্প থাক – ফ্রেমে বাঁধানো পরিবারের ছবি, ভ্রমণের স্মৃতি, হাতে আঁকা ছবি বা পুরোনো বইয়ের শেলফ। ঢাকার ব্যস্ত জীবনের মাঝেও এই ব্যক্তিগত ছোঁয়াগুলোই ঘরকে পরিণত করবে ‘বাড়ি’তে।

ঢাকায় বসার ঘর মানেই বাস্তবতার সঙ্গে রুচির সংমিশ্রণ। শুধু শোভাবর্ধনের জন্য নয়, যেন আপনি দিন শেষে ঘরে ফিরে একটু স্বস্তি পান – সেই চিন্তা থেকেই সাজিয়ে তুলুন আপনার বসার ঘর।

সূত্র: আর্কিটেকচরাল ডাইজেস্ট ইন্ডিয়া, আইকিয়া স্মল স্পেস লিভিং গাইডস, বেটার হোমস অ্যান্ড গার্ডেনস

এএমপি/জেআইএম