জোকস

আজকের জোকস: জ্ঞান নাকি টাকা, কোনটা নেবেন

জ্ঞান নাকি টাকা, কোনটা নেবেন

১ম বন্ধু: আচ্ছা তোকে যদি জ্ঞান আর টাকা এ দুটোর মধ্যে একটা নিতে বলি তাহলে তুই কোনটা নিবি?২য় বন্ধু: আমি টাকাটাই নেব।১ম বন্ধু: আমি হলে কি জ্ঞানই নিতাম।২য় বন্ধু: যার যেটা অভাব সে তো সেটাই নেবে।

****

সব সময় স্ত্রীর কথা শুনে চলতে হবেএক বন্ধু আরেক বন্ধুকে বলছে—

রাতিন: শোন বন্ধু যদি তোর বউ তোর কথা না শোনে, তাহলে...সিয়াম: তাহলে কী?রাতিন: এত আগ্রহভরে শুনতে চেয়ে লাভ নেই।সিয়াম: কেন?রাতিন: স্বামীর কথা আসলে কোনো বউই ঠিকমতো শোনে না।সিয়াম: তাহলে কী করতে বলছিস?রাতিন: সবসময় বউয়ের কথা তুই শুনবি, তারপর মেনেও নিবি। সে হ্যাঁ বললেও হ্যাঁ, না বললেও হ্যাঁ।

****

৯০ বছরের বৃদ্ধের পর্বত জয়‘পর্বত অভিযাত্রী দলে যোগ দিন’ এমন বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে সাক্ষাৎকার দিতে এল এক ৯০ বছরের বৃদ্ধ। নিয়োগ কর্তারা তো অবাক। বললেন—

নিয়োগ কর্তা: আপনি এই বয়সে পর্বতে উঠতে এসেছেন! আপনার মাথা ঠিক আছে তো?বৃদ্ধ: আমতা আমতা করে জবাব দিলেন, অভিযাত্রী হিসেবে না হয় নাই নিলেন, তাই বলে আপনাদের কি একজন গাইডেরও দরকার নেই?

কেএসকে/জিকেএস