দেশজুড়ে

ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

মানিকগঞ্জে কর্তব্যরত অবস্থায় ট্রাকচাপায় জাকির হোসেন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি নারায়নগঞ্জ জেলায়।ঘিওর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, থানা পুলিশের একটি দল প্রতিদিন ঢাকা-আরিচা মহাসড়কে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকেন। সকালে জোকা এলাকায় কর্তব্যরত অবস্থায় কনস্টেবল জাকিরকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।খোরশেদ/এফএ/এবিএস