জাতীয়

ডিসি নাজমুলের সহযোগিতায় ঈদের পোশাক পাচ্ছে মাদরাসার শিশুরা

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি)  শেখ নাজমুল আলম এবারের পরিবারের ঈদের কেনাকাটার টাকা দান করেছেন হাফেজিয়া মাদরাসার এতিমখানার শিশুদের জন্য।মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের বাছট বৈলতলা মুকদমপাড়া হাফেজিয়া মাদরাসার এতিমখানার শিশুদের জন্য এই মহতি উদ্যোগ নিয়েছেন তিনি।রোববার বিকেলে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে হাফেজিয়া মাদরাসা ও এতিম খানার প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আলহাজ একে এম ফজলুল হকের ছেলে হাবিবুল্লাহ মিজানের হাতে নতুন ঈদের পোষাক কেনার জন্য নগদ টাকা হস্তান্তর করেন।দান সব সময় খুব গোপনে দিতে হয় উল্লেখ করে ডিসি (ডিসি, উত্তর) শেখ নাজমুল আলম বলেন, ‘আসলে আমার স্ত্রী এবং দুই পুত্র সব সময় সমাজের অবেহেলিত শিশুদের জন্য সাধ্য মত অবদান রাখতে উৎসাহিত করে আসছে।ফেসবুকের এক পোস্ট পড়ে জানতে পারি টাকার অভাবে বাছট বৈলতলা মুকদমপাড়া হাফেজিয়া মাদরাসার এতিমখানার শিশুরা নতুন পোশাক কিনতে পারবে না এবার। পরে আমার স্ত্রী এবং দুই পুত্র তাদের এবারের ঈদের নতুন পোশাক কেনার টাকা মাদরাসার শিশুদের জন্য দিতে বলে।তিনি বলেন, পুলিশ কর্মকর্তারা সমাজের অন্য দশ জনের মতোই প্রেম, মায়া এবং ভালোবাসা ও মানবিক গুণাবলি সম্পন্ন। পেশাগত কারণে গণমাধ্যমে আমাদের ভিন্ন ধরনের ভাবমূর্তি গড়ে উঠে।পিছিয়ে পড়া শিশুরা সুযোগ সুবিধা পেয়ে সঠিক শিক্ষায় শিক্ষিত হলে নিজেরাই জঙ্গিবাদকে রুখে দেবে বড় আলেম হয়ে, মন্তব্য করেন তিনি।নিজের পরিবারের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন যে, গত মার্চ মাসে স্ত্রী এবং সন্তানদের নিয়ে পবিত্র ওমরা করতে সৌদি আরব গিয়েছিলেন।বাছট বৈলতলা মুকদমপাড়া হাফেজিয়া মাদরাসা এবং এতিমখানা থেকে সদ্য হাফেজ হওয়া মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘নাজমুল স্যার আমাদেরকে চিনেন না। তারপরেও আমাদের প্রতি উনার এই মায়া দেখে আমরা খুব খুশি।’হাফেজ আবু রায়হান বলেন, ‘আমাদের অভাবের সংসারের আব্বা ইচ্ছে করলেও ঈদে নতুন পোশাক কিনে দিতে পারে না। সবাই নতুন পোশাক পরে ঈদগাহে ঈদের নামাজ পড়তে যায়। ঈদের দিন খুব লজ্জা লাগে। স্যারের টাকায় এবার পোশাক পাচ্ছি শুনে ভাল লাগছে।এর আগে গত ২৩ জানুয়ারি ফেসবুকে পোস্ট দেখে মাদরাসার সব শিশুদের জন্য শেখ নাজমুল আলম শীতের কম্বল পাঠিয়েছিলেন বলে জানান মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানা জয়নাল আবেদিন।উল্লেখ্য, গত বুধবার ফ্রান্সের প্যারিসে বসাবসরত বৌদ্ধ ধর্মাবলম্বী ইঞ্জিনিয়ার কল্যাণ মিত্র বড়ুয়া নামের এক বাংলাদেশির শিশু কন্যারা তাদের স্কুলের টিফিনের টাকা মাদরাসার মুসলিম শিশুদের জন্য পাঠিয়েছেন।মাদরাসার সার্বিক উন্নয়নে সবাইকে সাহায্য করার আহ্বান জানিয়ে হাফেজ মাওলানা জয়নাল আবেদিন বলেন, এখানে পবিত্র কোরআন মুখস্থ করানোর সঙ্গে সব শিশুদের বাংলা, ইংরেজি এবং বিজ্ঞান শিক্ষা দেয়া হচ্ছে। সব ছাত্রই মাদরাসার আশে-পাশের গ্রামের। শিশুর তিন বেলার খাবারের জন্য কেউ একটি ‘লিল্লা বোর্ডিং’ পরিচালনার খরচ বহন করতেন তাহলে খুব উপকার হতো।জেইউ/এসকেডি