সাহিত্য

মো. মাহবুবুর রহমানের কবিতা: সাদা-কালো

কারো—নিজের মেয়ে কালো হলেজাতের মেয়ে কালোই ভালো,কালোই গুণী, কালোই লক্ষ্মীকালোই যে হয় ঘরের আলো।

কিন্ত—ছেলের জন্য বউ খুঁজতে কালো মেয়ে আর চলে না,ফর্সা মেয়েই ঘরের বাতিকালো ভালো কেউ বলে না।

যদি—নিজের ছেলে বখাটে হয়ওটা খানিক কিশোরপনা,বয়স হলে বুদ্ধি হবেহিরের টুকরো জাদুসোনা।

আর—পরের ছেলে দুষ্ট হলেবংশ খারাপ, মাতুল খারাপ,ইতর ফাজিল ভারী বজ্জাতছেলে তেমন, যেমন মা-বাপ।

এসইউ/জিকেএস