জোকস

আজকের জোকস: কোন প্রাণীর দুধ সবচেয়ে পুষ্টিকর

কোন প্রাণীর দুধ সবচেয়ে পুষ্টিকরশিক্ষক ক্লাসে পড়াচ্ছেন। এক ছাত্রকে জিজ্ঞাসা করলেন-শিক্ষক: বল তো, কোন প্রাণীর দুধ সবচেয়ে পুষ্টিকর? ছাত্র: স্যার গরুর দুধ! শিক্ষক: আরে না, অন্য কোনো প্রাণীর নাম বল। ছাত্র: তাহলে... অন্য গরুর দুধ!

****

অর্ধেক বিয়েই হতো না!স্ত্রী: পুরুষরা বিয়ের আগে নারীদের সঙ্গে যেমন আচরণ করে; তেমনটা যদি বিয়ের পরেও করতো, তাহলে অর্ধেক ডিভোর্স হতো না!আইনজীবী: ম্যাডাম, নারীরা বিয়ের পর পুরুষদের সঙ্গে যে ব্যবহার করে; তা যদি বিয়ের আগে করতো, তাহলে অর্ধেক বিয়েই হতো না!

****

ভিক্ষুকের অ্যাসিস্ট্যান্টের বেতন ৫০০০একদিন এক ভিক্ষুক রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছিল। এই দেখে এক লোকের খুব দয়া হলো। সে ভিক্ষুকের কাছে গিয়ে বললো—ভদ্রলোক: তুমি যদি ভিক্ষাবৃত্তি ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি মাসে ১০০০ টাকা করে দেব।ভিক্ষুক: তুমি যদি আমার সঙ্গে ভিক্ষা করো তাহলে প্রতি মাসে আমি তোমাকে ৫০০০ টাকা দেব।

কেএসকে/এমএস