সাহিত্য

নাহিদ হোসাইনের একগুচ্ছ অণুকবিতা

১.বড় ইচ্ছে করে ঘুম ভেঙে তোমার ঠোঁটের উষ্ণ ছোঁয়া পেতে,ইচ্ছে করে তোমার হাতে হাত রেখে চাঁদের আলোয় হাঁটতে।

২.মেঘ হয়ে তোমার আকাশে ভাসতে চাই,ভালোবাসার রঙে তোমায় রাঙাতে চাই।

৩.তোমার কণ্ঠ যেন ভোরের পাখি,আলাপনে মুগ্ধ করে মায়াবী আঁখি।

৪.জানি স্বপ্নগুলো সত্যি হবে, ভাবনাগুলো ভেসে বেড়াবে।

৫.তুমি এলে বাড়ে হৃৎস্পন্দন,চোখের ইশারায় পাই আবাহন।

এসইউ/জিকেএস