দেশজুড়ে

চুয়াডাঙ্গায় সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৪

চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ সুপার রাশিদুল হাসান এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল জেলার ৪ উপজেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে সদর উপজেলার তালতলা গ্রামের লাল্টু মিয়ার ছেলে কালাম (২২), শহরের বাগানপাড়ার মৃত মর্তুজার ছেলে আশিক (২৩), কাউন্সিল পাড়ার রুস্তম আলীর ছেলে রাসেল (১৯), বিডব্লিউডি পাড়ার ফয়েজ উদ্দীনের ছেলে মাহাবুল (১৮), দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামের ইউনুছ শাহর ছেলে মানিক (৪৫), তার ভাই হোনতা (৫০) ও ছেলে মামুনকে (২১) ) গ্রেফতার করেন।এছাড়াও আলমডাঙ্গা উপজেলার দামোশ গ্রামের মৃত নিমাই মন্ডলের ছেলে সন্টু (৩৫), মৃত শাহাদত মন্ডলের ছেলে সানোয়ার হোসেন (৪৫), বাদেমাজু গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আনিস (৪৫), তার ভাই দানেচ (৪২), দানেচের ছেলে মাসুদ (২০), জীবননগর উপজেলার মিনহাজপুর গ্রামের হারু মন্ডলের ছেলে মানু (৫০) ও গোয়ালপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে জিয়াউল (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা ও গ্রেফতারি পরোয়ানা আছে বলে সংশ্লিষ্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানান।সালাউদ্দিন কাজল/এফএ/পিআর