সন্ত্রাস ও জঙ্গি দমনে পুলিশের সাঁড়াশি অভিযানে সাতক্ষীরায় নাশকতাসহ বিভিন্ন মামলার ৫৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বেলা ১১ পর্যন্ত জেলার আটটি থানায় একযোগে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জাগো নিউজকে বলেন, গ্রেফতারকৃতরা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি। সন্ত্রাস ও জঙ্গি দমনে সাতক্ষীরা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আকরামুল ইসলাম/এফএ/পিআর