দেশজুড়ে

ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পার্বতীপুর থেকে দিনাজপুরগামী ডেমু ট্রেনটি চিরিরবন্দর স্টেশনে পৌঁছানোর সময় এই ঘটনা ঘটে।নিহতরা হলো, খাদিজা (২৫) উপজেলার কারেন্ট হাট এলাকার সামিউল হোসেনের মেয়ে ও তার চার মাস বয়সী শিশু কন্যা শিমরাতুল।চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই গৃহবধূ তার বাবার বাড়ি যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিলেন। এসময় ডেমু ট্রেনটি স্টেশনে পৌঁছানোর সময় এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ (জিআরপি) ঘটনাস্থলে এসে মরদেহ দুইটি উদ্ধার করেছে। এমদাদুল হক মিলন/এআরএ/এমএস