বলিউডের গ্ল্যামার দুনিয়ায় বাণী কাপুর এমন এক নাম, যিনি খুব বেশি সিনেমায় কাজ না করলেও নিজের উপস্থিতি দিয়ে বারবার আলো কাড়েন। ২০১৩ সালে যশরাজ ফিল্মসের ব্যানারে ‘শুদ্ধ দেশি রোমান্স’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনীত এই ছবিটি তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। নবাগতা হিসেবেই ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন তিনি, যা তার বলিউড যাত্রার একটি শক্ত ভিত গড়ে দেয়।
এরপর যদিও তার ছবির সংখ্যা হাতে গোনা, তবে বাণী কাপুরের অভিনয় দক্ষতা, আত্মবিশ্বাস ও চরিত্র নির্বাচনের সাহস তাকে রেখেছে অন্যদের চেয়ে আলাদা। বিশেষ করে ২০২১ সালের ‘চণ্ডীগড় করে আশিকি’ সিনেমায় ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে অভিনয় করে তিনি প্রথাগত ধারা ভেঙেছেন এবং প্রশংসা কুড়িয়েছেন দর্শক ও সমালোচকদের কাছ থেকে।
চলতি বছর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার দুটি প্রজেক্ট অ্যাকশনধর্মী ‘রেইড ২’ এবং ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘মণ্ডল মার্ডারস’।
তবে শুধুমাত্র অভিনয় নয়, বাণী কাপুরের জনপ্রিয়তার আরেকটি বড় কারণ তার ফ্যাশন সেন্স। ফ্যাশন জগতে তিনি যেন এক অনন্য ধারা। সাহসী পোশাকচয়ন, অনবদ্য স্টাইল এবং আত্মবিশ্বাসী উপস্থিতির জন্য বাণী সবসময় থাকেন খবরের শিরোনামে। ইনস্টাগ্রামে তার প্রতিটি লুকই যেন একেকটি ফ্যাশন স্টেটমেন্ট, যা থেকে অনুপ্রেরণা নেয় অসংখ্য তরুণী।
এ বছরের দিওয়ালিতে তিনি বেছে নিয়েছিলেন সোনালি-গোলাপি স্ট্র্যাপলেস ড্রেস। ঐতিহ্য ও আধুনিকতার এই মিশ্রণে তিনি যেন হয়ে উঠেছিলেন উৎসবের রঙিন প্রতীক।
কপার-গোল্ড টোনের স্টেটমেন্ট ব্লাউজের সঙ্গে সিকুইন সজ্জিত শাড়িতে বাণী ছিলেন সত্যিকারের রাজকন্যা। ঐতিহ্য আর আধুনিকতার এই মিশ্রণে তিনি প্রমাণ করেছেন, শাড়িও হতে পারে বোল্ড ফ্যাশনের প্রতীক।
নীল, কমলা ও সাদা প্যাটার্নের ব্রালেটের সঙ্গে শাইনি ব্লু জিনস-একসঙ্গে কিউটনেস, সাহস আর স্টাইল। ক্যাজুয়াল হলেও এতে স্পষ্ট বাণীর ফ্যাশন-অ্যাটিটিউড।
প্যাস্টেল সবুজ অফ-শোল্ডার গাউনে যেন ফ্রেশনেসের ছোঁয়া। অন্যদিকে পাউডার ব্লু হল্টারনেক ড্রেসে ফুটে উঠেছে তার রুচিশীল গ্ল্যামার। এমনকি এক কালো ভেলভেট গাউনে সুইটহার্ট নেকলাইনের ডিজাইনটি তাকে দিয়েছে রেড কার্পেটের লুক।
ফুলেল প্রিন্টের স্ট্র্যাপলেস গাউনে তিনি যেন বসন্তের রূপসী। এই লুকটি প্রমাণ করে, নারীর সৌন্দর্য কখনও কৃত্রিম সাজে নয়, বরং আত্মবিশ্বাসে।
রাতপোশাক বা লঞ্জরি ফ্যাশনেও তিনি সাহসিকতার ছাপ রেখেছেন। আত্মবিশ্বাসী বাণী জানেন-নিজেকে ভালোবাসার প্রকাশও হতে পারে এক ধরনের ফ্যাশন।
মিরর ওয়ার্কের স্ট্র্যাপলেস কোরসেট পোশাকে বাণী যেন ঝলমলে রাণী। এই পোশাক তাঁর শরীরের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে সুচারুভাবে।
অফ-ডিউটি লুকেও বাণী কাপুর অনবদ্য। সাদা স্লিভলেস ডিপনেক টপের সঙ্গে ডেনিম প্যান্ট-সহজ, তবু আকর্ষণীয়। চোখে লাল ফ্রেমের সানগ্লাস যেন সম্পূর্ণ করেছে স্টাইলিশ এই আউটফিটটিকে।
এক দশকেরও বেশি সময় ধরে বলিউডে থাকা এই অভিনেত্রী প্রমাণ করেছেন, জনপ্রিয়তা শুধু হিট সিনেমা দিয়েই আসে না-নিজেকে উপস্থাপনের ধরনও হতে পারে সাফল্যের মাপকাঠি। ফ্যাশন হোক ক্যাজুয়াল, ট্র্যাডিশনাল বা বোল্ড-প্রতিটি ক্ষেত্রেই বাণী কাপুর নিজের মতো করে ছুঁয়ে যান দর্শকের মন।
জেএস/