সাহিত্য

আমির খসরু সেলিমের ছড়া: ভূত তাড়াতে

ভূত তাড়াতে সর্ষে আনা-তার ভেতরেই ভূত,অনেক হিসেব মিলছে না-যেমন করে খুঁত-খুঁত।

মাছ ঢাকতে শাকের আড়াললাগছে না-তো আর,কান কেটে সব একসারিতেদাঁড়িয়ে লাগাতার।

কান নিয়েছে চিলে শুনেইহামলে সবাই পড়ে,আজব আজব গুজবগুলোউটকো লোকে গড়ে।

উধোর বোঝা বুধোর ঘাড়েএখন এটাই রীতিবেকুবগুলো ভালোই তো বেশলিখছে ‘রবির’ গীতি।

এসইউ/এএসএম