দেশজুড়ে

দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তে রোববার দিবাগত রাতে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশি নাগরিক শাহজাহান ও জোবদুলের মরদেহ মঙ্গলবার দুপুরে ফেরত দিয়েছে বিএসএফ। নওগাঁ ৪৩ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান জানান, দুপুর ১২টার দিকে চাড়ালডাঙ্গা সীমান্তের ২১৯ নং পিলারের কাছে বিজিবি বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে মরদেহ দুটি হস্তান্তর করে বিএসএফ। পরে বিজিবি পুলিশের মাধ্যমে নিহতদের পরিবারের কাছে মরদেহ দুটি হস্তান্তর করে।উল্লে­খ্য, রোববার দিবাগত রাত ২টার দিকে গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তে তারকাঁটা কেটে কয়েকজন চোরাকারবারী ভারতে ঢোকে। এতে ভারতের মালদহ জেলার ৮২ বিএসএফের অনুরাধাপুর ক্যাম্পের সদস্যরা বাধা দিলে চোরাকারবারিরা বিএসএফের উপর হামলা চালায়। এসময় বিএসএফ গুলি চালালে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও শাহজাহান ও জোবদুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।  তাদের কাছ থেকে একটি হাসুয়া ও একটি কাটিং প্লাস উদ্ধার করে বিএসএফ।আব্দুল­াহ/এফএ/পিআর