জোকস

আজকের কৌতুক: হাসপাতালে পরচুলা চুরি

হাসপাতালে পরচুলা চুরি

মিসেস তানসেনের চোখে অপারেশনের পর হাসপাতালে চিৎকার-চেঁচামেচি দেখে ডাক্তার জিজ্ঞেস করলেন—ডাক্তার: হয়েছে কী বলুন তো? চিৎকার করছেন কেন?মিসেস তানসেন: চিৎকার করবো না তো কি হাসবো? আপনার হাসপাতালে আমার মাথার পরচুলা চুরি হয়েছে।ডাক্তার: আমাদের এখানে মনে হয় চুরি হয়নি। আপনি বুঝলেন কী করে যে আপনার পরচুলা চুরি হয়েছে?মিসেস তানসেন: অপারেশনের আগে পরচুলাটি সস্তা মনে হচ্ছিল। এখন অন্যরকম লাগছে।ডাক্তার: চিন্তা করবেন না। আপনার চোখের অপারেশনটা মনে হয় সফল হয়েছে।

****

স্বামীর এনার্জি বাড়ানোর উপায়

স্ত্রী: তুমি কি আমাকে চাঁদ-তারা এনে দেবে?স্বামী: অবশ্যই, কিন্তু আগে এক কাপ চা খাই, তারপর শুরু করি।স্ত্রী: চা শেষ না হলে ভালোবাসা শুরু হয় না নাকি?স্বামী: না, আমি তো এনার্জি ছাড়া মহাকাশে উঠতে পারব না!****

বাবার চুল থেকে চুইংগাম ফেরত নেওয়ার চেষ্টা

বাবা খুব শখ করে ছেলেকে কাঁধে বসিয়ে হেঁটে যাচ্ছে। কিছুক্ষণ পরই ছেলে বাবার চুল টানছে। বাবা একসময় বিরক্ত হয়ে বললেন—বাবা: খোকা, চুল টানা বন্ধ করো।খোকা: চুল টানছি না তো বাবা, আমার চুইংগামটা ফেরত নেওয়ার চেষ্টা করছি!

কেএসকে/এমএস