বিনোদন

অনেক গুণের নোমিরা

নোমিরা আহমেদ ‘ভিট টপ মডেল চ্যানেল আই- ’১১’র দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন। বর্তমানে মডেলিং এবং অভিনয়- এই দুই মাধ্যমেই অবাধ বিচরণ তার। আগামী ঈদ উপলক্ষে নোমিরার কাজে এসেছে বাড়তি ব্যস্ততা। ঈদ উপলক্ষে এর মধ্যে তিনি তিনটি নাটকের কাজ শেষ করেছেন। মোহন খানের পরিচালনায় এটিএন বাংলার ‘রোদ বৃষ্টি ও মেঘ’, কাজল আরেরিন অমি’র পরিচালনায় এসএ টিভির ‘নাম কি’ এবং দৃকের পরিবেশায় পিআর প্রোডাকশানের প্রযোজনায় ইশতিয়াক আহমেদ রুমেলের পরিচালনায় দীপ্ত টিভির তিন পর্বের ধারাবাহিক ‘যা কিছু ঘটে’।জাগো নিউজের সঙ্গে আলাপকালে নোমিরা বলেন, ‘কাজের অফার পাচ্ছি প্রচুর। কিন্তু বুঝে-শুনে কাজ করছি। তিনটি নাটকে কাজ করলাম যেগুলোর গল্প এবং আমার চরিত্র একেবারেই ব্যতিক্রম। কোনোটিতে আমার ক্যারেকটর স্যাক্রিফাইসের আবার কোনোটি বয়ফ্রেন্ডকে পাত্তা দেই না। সবমিলিয়ে অনেক মজার ব্যাপারগুলো।’তবে কথার প্রসঙ্গ জুড়ে নোমিরা জানালেন, আরো কিছু সিরিয়ালের কাজের কথা। তার অভিনীত সিরিয়ালের মধ্যে রয়েছে মোহন খানের নির্দেশনায় এটিএন বাংলায় প্রচারিত ‘নীড় খোঁজে গাঙচিল’, নাজনীন চুমকির ‘নাগরদোলা’, দীপঙ্কর দীপনের ‘গ্রান্ড মাষ্টার’। এছাড়া আগামীতে প্রচারে আসবে মাসব্যাপী থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত ‘টাইম’ এবং ফেরদৌস হাসান রানার নতুন সিরিয়াল ‘এক পা দু পা’। এছাড়া আরো কিছু সিরিয়ালে আগামীতে কাজ করবেন বলে জানালেন নোমিরা। এদিকে, বিভিন্ন র্যাম্প শো’র স্টপার হিসেবে নমিরার উপস্থিতি চোখে পড়ার মত। একইসঙ্গে ঈদ উপলক্ষে নামী ফ্যাশন হাউজগুলোর ফটোশুটেও অংশ নিয়েছেন তিনি। শোবিজের কয়েক বছর কাজ করলেও এখনো কোনো মিউজিক ভিডিও কিংবা টিভিসির কাজ করেননি। তবে আশা প্রকাশ করে বলেন হয়তো খুব শিগগির সেখানেও তাকে পাওয়া যাবে।   মডেলিং এবং অভিনয়ে নিয়মিত হলেও নোমিরার অনেকটা অংশ জুড়েই আছে নাচ। ২০০৮ সালে বাফা থেকে নাচের প্রশিক্ষণের সনদ পান। এরপর ও-লেভেল এবং এ-লেভেল দেন। বর্তমানে পেশাদার অভিনেত্রী হলেও বুলবুল একাডেমি অব ফাইনান্স (বাফা) এর শিক্ষক নোমিরা। সেজন্য তার ভাবনার অনেকটাই জুড়ে আছে নাচ। আগামী ঈদে কয়েকটি চ্যানেলে নাচের অনুষ্ঠানেও পাওয়া যাবে তাকে। নোমিরা বলেন, ‘আমি ছোটবেলা থেকেই আমি নাচের সঙ্গে জড়িত। রিয়া আপুর নাচ দেখতাম। তিনি আমার শিক্ষক ছিলেন। আর ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়টা আমি খুব এনজয় করি। প্রতিনিয়ন নতুন চরিত্রের সঙ্গে পরিচয় ঘটে, ভালো লাগে। এছাড়া কস্টিউম ব্যবহার করা, নতুন স্থানে শুটিং, শিল্পীদের সঙ্গ সবমিলিয়ে দারুণ এক অভিজ্ঞতার স্থান অভিনয়।’নোমিরা সেই অভিনয়ের অভিজ্ঞতা কাজে লাগাতে চান চলচ্চিত্রেও। তিনি বলেন, ‘চলচ্চিত্র একটা বিশাল বড় মাধ্যম। বর্তমানে এটি একটি শিল্প। তাই চলচ্চিত্রে অবশ্যই কাজ করার ইচ্ছে আছে। তবে গল্প, বাজেট, সহশিল্পী এবং ভালো প্রডাকশন হাউজ পেলে চলচ্চিত্রের কাজ করতে চাই।’ তবে তা এখনই নয়, সেজন্য আরো কিছুটা সময় নিজেকে গুছিয়ে নিতে চান নোমিরা। সাফল্যের পথে ছুটে চলা এই মিষ্টি মেয়ের জন্য শুভকামনা।এনই/এলএ/এমএস