নায়িকারা যেভাবে ওজন কমায়
চিকিৎসক: বাহ! আপনার ওজন দেখছি এক কেজি কমেছে!নায়িকা: হুম, কমারই তো কথা!চিকিৎসক: কেন?নায়িকা: কারণ আজকে আমি মেকআপ করিনি!
****
বাবার চুল থেকে চুইংগাম ফেরত নেওয়ার চেষ্টা
বাবা খুব শখ করে ছেলেকে কাঁধে বসিয়ে হেঁটে যাচ্ছে। কিছুক্ষণ পরই ছেলে বাবার চুল টানছে। বাবা একসময় বিরক্ত হয়ে বললেন—বাবা: খোকা, চুল টানা বন্ধ করো।খোকা: চুল টানছি না তো বাবা, আমার চুইংগামটা ফেরত নেওয়ার চেষ্টা করছি!
****
চাপাবাজির একটা লিমিট থাকে
দুই চাপাবাজ একসঙ্গে গল্প করছে—১ম চাপাবাজ: আমি এত গরম চা খাই যে, কেটলি থেকে সোজা মুখে ঢেলে দেই!২য় চাপাবাজ: কী বলিস! আমি তো চা-পাতা, জল, দুধ, চিনি মুখে দিয়ে চুলায় বসে পড়ি!
কেএসকে/জিকেএস