বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল, হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের নেতৃত্বে মালদ্বীপের হানিমাদহু দ্বীপের কৃষি খামার পরিদর্শন করেছেন। তার সঙ্গে ছিলেন দ্বীপটির সিটি কাউন্সিলার আব্দুর সাত্তার হাসান।
এ সময় কৃষি আধুনিকায়ন ও টেকসই উন্নয়নে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন হাইকমিশনার।
পরিদর্শনকালে হাইকমিশনার হানিমাদহু কৃষি কেন্দ্রের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কৃষি কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি স্থানীয় কাউন্সিল পরিচালিত এ উদ্যোগের প্রশংসা করে বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়ন-মালদ্বীপের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি উল্লেখ করেন, দ্বীপ রাষ্ট্রের জন্য টেকসই কৃষি ও আধুনিক চাষাবাদ ভবিষ্যতের খাদ্য সুরক্ষার অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠতে পারে।
বাংলাদেশ থেকে কৃষি বিশেষজ্ঞ পাঠানোর প্রস্তাবগঠনমূলক আলোচনায় হাইকমিশনার কাউন্সিলার আব্দুর সাত্তার হাসানকে বাংলাদেশ থেকে দক্ষ কৃষি বিশেষজ্ঞ, প্রশিক্ষক ও টেকনিক্যাল জনবল আনার প্রস্তাব দেন, যারা মালদ্বীপের কৃষি সক্ষমতা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবেন।
এছাড়া তিনি সম্ভাব্য সহযোগিতার আরও কয়েকটি দিক তুলে ধরেন- যেমন, বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় ও মালদ্বীপের সংশ্লিষ্ট সংস্থার মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, জ্ঞান ও দক্ষতা বিনিময়, প্রযুক্তি-নির্ভর আধুনিক কৃষি উন্নয়ন এবং মালদ্বীপে ফুড সাসটেইনেবিলিটি ও সিকিউরিটি বৃদ্ধি।
হাইকমিশনার বলেন, বাংলাদেশের কৃষি খাত বহুমুখী উন্নয়ন, উদ্ভাবন এবং টেকসই কৃষি প্রয়োগের এক উজ্জ্বল উদাহরণ। এসব অভিজ্ঞতা মালদ্বীপের কৃষি খাতকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে।
খাদ্য নিরাপত্তা ও কৃষি স্থিতিশীলতায় নতুন মাত্রা যোগ করবে সহযোগিতাতিনি আরও আশা প্রকাশ করেন দুই দেশের কৃষি সহযোগিতা বৃদ্ধি পেলে-খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, স্থানীয় উৎপাদন সক্ষমতা বাড়বে, আমদানি নির্ভরতা কমবে এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে গুরুত্বপূর্ণ সহায়তা মিলবে।
বাংলাদেশ মালদ্বীপের কৃষি সক্ষমতা উন্নয়ন, জলবায়ু সহনশীল চাষাবাদ ও কৃষি-ভিত্তিক সমাজ গড়ে তোলার উদ্যোগে সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি পুনর্ব্যক্ত করেন।
হাইকমিশনারের সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রম-কল্যাণ উংয়ের কাউন্সিলার মো. সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী মো. জসীম উদ্দিন এবং ব্যক্তিগত কর্মকর্তা হাবিবুর রহমান।
এমআরএম/জেআইএম