লাইফস্টাইল

শীতে কমফি’র ৯টি নতুন ডিজাইনের কম্ফোর্টার

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল-এর জনপ্রিয় বেডিং ব্র্যান্ড কমফি এবারের শীতে ক্রেতাদের জন্য বাজারে এনেছে নতুন ৯টি আকর্ষণীয় ও নান্দনিক ডিজাইনের কম্ফোর্টার। শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কম্ফোর্টারের নতুন ডিজাইনগুলো উন্মোচন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

গ্রাহকদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৈরি এসব নতুন কম্ফোর্টার হালকা, সহজে বহনযোগ্য, আরামদায়ক এবং সহজে পরিষ্কার করা যায়। নিজস্ব কারখানায় উন্নত কাঁচামাল ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন কমফি কম্ফোর্টার পাওয়া যাচ্ছে দেশের সর্বত্র।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আর এন পাল বলেন, আরএফএল সবসময় ক্রেতাদের চাহিদাকে বিবেচনায় রেখে পণ্য উৎপাদন করে থাকে। শীতকালে গ্রাহকদের চাহিদা এবং বাজারে ডিজাইনের পরিবর্তিত ধারা আমরা খুব ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করি। শীতকালে মানুষ শুধু উষ্ণ থাকার জন্য নয়, বরং ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্যও স্টাইলিশ কমফোর্টার খোঁজেন। বর্তমান প্রজন্ম মানের পাশাপাশি নকশার বৈচিত্র্যকে বেশি গুরুত্ব দেয়। তাই আমরা গ্রাহকদের জীবনধারা ও রুচি বিশ্লেষণ করে এই নতুন ৯টি ডিজাইন তৈরি করেছি। আমাদের লক্ষ্য প্রতিটি পরিবার যেন তাদের ঘরের সাজ অনুযায়ী পছন্দের কম্ফোর্টারটি নির্বাচন করতে পারে।

তিনি আরও বলেন, কমফি সবসময় গ্রাহকের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। তাই প্রতিটি নতুন পণ্য বাজারে দেওয়ার আগে আমরা দীর্ঘ গবেষণা, ট্রায়াল ও মান পরীক্ষা সম্পন্ন করি। নতুন কমফোর্টার সিরিজেও আমরা গ্রাহকদের আরাম, সেফটি এবং দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে বিশেষ মনোযোগ দিয়েছি।

কমফির অপারেশন ইনচার্জ এ আর সামছুর রহমান বলেন, বর্তমানে রিগ্যাল এম্পোরিয়াম, বেস্ট বাই, ডেইলি শপিং, আগোরা, স্বপ্ন, মীনাবাজারসহ অনুমোদিত ডিলার ও রিটেইলারদের কাছে কমফি কম্ফোর্টার পাওয়া যাচ্ছে। এছাড়াও ক্রেতারা চাইলে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অথবা ডটকমের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে সহজে কমফি কম্ফোর্টার কেনাকাটা করতে পারবেন।

ভোক্তাদের যাবতীয় বেডিং আইটেম সরবরাহের উদ্দেশে ২০১৬ সালে যাত্রা শুরু করে ‘কমফি’। বর্তমানে কমফি ব্রান্ডের অধীনে বালিশ, ম্যাট্টেস, তোশক ও কম্ফোর্টারসহ ৩৫ ধরনের পণ্য রয়েছে।

অনুষ্ঠানে কমফির হেড অব মার্কেটিং শফিক শাহিন, ডেপুটি ম্যানেজার (অপারেশন) মুকুল হোসাইনসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এএমএ/জেআইএম