ঘরে স্ত্রী সন্তান, বাবা-মাকে রেখে বাইরে যাচ্ছেন সারাদিনের জন্য। কিংবা অনেক বাবা-মা দুজনই চাকরি করছেন সন্তানকে গৃহকর্মীর কাছে রেখে। অথবা বাড়ির নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা ব্যবহার করা সবার জন্য জরুরি হয়ে পড়েছে। তবে অনেকে সাধ্য না থাকায় উন্নত প্রযুক্তির সিসি ক্যামেরা কিনতে পারেন না। তারা পুরোনো স্মার্টফোনটিকেই এই কাজে লাগাতে পারেন।
স্মার্টফোন যত পুরোনোই হোক, তার ক্যামেরা আর ইন্টারনেট কানেকশন সাধারণত ঠিকই থাকে। আর এই দুই সুবিধা ব্যবহার করেই আপনি চাইলে সেই ফোনটিকে একটি কার্যকরী সিসিটিভি ক্যামেরায় রূপ দিতে পারেন—তাও কোনো অতিরিক্ত খরচ ছাড়াই।
বর্তমানে প্রযুক্তির বাজারে এমন অনেক মোবাইল অ্যাপ আছে, যেগুলো আপনার পুরোনো ফোনকে একটি ওয়্যারলেস সিকিউরিটি ক্যামেরায় পরিণত করে। অ্যাপগুলো বেশিরভাগই সম্পূর্ণ ফ্রি এবং আইওএস–অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মেই ব্যবহার করা যায়।
কীভাবে শুরু করবেন?
১. উপযোগী অ্যাপ ডাউনলোড করুন
প্রথমে একটি সিকিউরিটি ক্যামেরা অ্যাপ ডাউনলোড করুন। আপনার নতুন ফোনে অ্যাপটি ইনস্টল করে লগইন দিন। ক্যামেরা ফোনে অ্যাপটি খুলে রুমের লাইভ ভিউ চালু করুন। কয়েক মুহূর্তের মধ্যেই আপনার নতুন ফোনে লাইভ ফিড দেখতে পাবেন।
২. পুরোনো ফোনটি পছন্দমতো স্থানে রেখে দিন
যে রুম বা এলাকাটি আপনি নজরে রাখতে চান সেখানে পুরোনো ফোনটি স্থিরভাবে রেখে দিন। চার্জিং–এ লাগানো থাকলে আরও ভালো।
৩. মোশন ডিটেকশন চালু করুন
নতুন ফোনে মোশন ডিটেকশন ফিচার সেটআপ করুন। রুমে কোনো নড়াচড়া বা অস্বাভাবিক কিছু ঘটলেই পুরোনো ফোনের ক্যামেরা আপনাকে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন দেবে।
৪. রেকর্ডিং সুবিধা
রিয়েল-টাইম মনিটরিংয়ের পাশাপাশি চাইলে অ্যাপের মাধ্যমে ভিডিও রেকর্ডও করতে পারবেন। পরবর্তীতে প্রয়োজন হলে সেই ফুটেজ আবার দেখে নিতে পারবেন।
৫. কম্পিউটার থেকেও দেখা যাবে
শুধু ফোন নয় এই ধরনের অ্যাপগুলো কম্পিউটারকেও ভিউয়ার হিসেবে ব্যবহার করতে দেয়। ফলে অফিস বা বাইরে থেকেও সহজে আপনার বাড়ির পরিস্থিতি মনিটর করতে পারবেন।
আরও পড়ুন
সোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেও
সত্যিই কি ভবিষ্যতে ফোন-কম্পিউটার থাকবে না?
সূত্র: ভিওআই ডট আইডি
কেএসকে