মোবাইল হাতে না নিয়েই আবহাওয়ার তথ্য জানা, নেভিগেশন নির্দেশ দেখা, নোট লেখা, অনুবাদ করা কিংবা ছবি-ভিডিও ধারণ-সবই হবে শুধু ভয়েস কমান্ডে। চশমায় থাকা এআই অ্যাসিস্ট্যান্ট আপনার কথাই বুঝে সরাসরি জানিয়ে দেবে প্রয়োজনীয় তথ্য। এভাবেই বাস্তব ও ডিজিটাল দুনিয়ার ব্যবধান ঘুচিয়ে দিতে আসছে গুগলের এআই-সমৃদ্ধ স্মার্ট গ্লাস।
২০২৬ সালেই বাজারে আসছে উন্নত গুগলের এই ওয়্যারেবল ডিভাইস গত সপ্তাহে দ্য অ্যান্ড্রয়েড শো, এক্স আর এডিশন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। যদিও প্রায় এক দশক আগে গুগল স্মার্ট গ্লাস বাজারে আনার চেষ্টা করেছিল। তবে সে সময় এআই প্রযুক্তি পরিপক্ব না হওয়ায় প্রকল্পটি থেমে যায়।
এবার উন্নত জেনারেটিভ এআই যুক্ত করে আবারও নতুনভাবে এই বাজারে ফিরছে তারা। বিশ্লেষকদের মতে, ২০২৬ সাল থেকে এআই ওয়্যারেবলস বাজারে বড় ধরনের প্রতিযোগিতা দেখা যাবে। বিশেষ করে মেটা এরই মধ্যে নিজেদের এআই-সমৃদ্ধ গ্লাস নিয়ে কাজ করছে।
মূলত মেটা ও অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন এ উদ্যোগ নিয়েছে গুগল। প্রকল্পে অংশ নিচ্ছে প্রযুক্তি নির্মাতা স্যামসাং, ফ্যাশন আইওয়্যার ব্র্যান্ড জেন্টল মনস্টার ও ওয়ারবি পার্কার। শুধু সহযোগিতা নয়, হার্ডওয়্যার উন্নয়নে গুগল এরই মধ্যে ১৫০ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে।
গুগল জানায়, তাদের হেডসেট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড এক্সআর-এর ওপর ভিত্তি করেই তৈরি হবে নতুন স্মার্ট গ্লাসেস। লক্ষ্য-দৈনন্দিন ব্যবহারের উপযোগী, হালকা, স্টাইলিশ ও সারাদিন পরে থাকা যায় এমন এআই সক্ষম গ্লাস বাজারে আনা।
প্রতিষ্ঠানটি এক ব্লগপোস্টে জানিয়েছে, প্রথম পর্যায়ে দুটি ভিন্ন ধরনের এআই স্মার্ট গ্লাস বাজারে আসবে।
১.স্ট্যান্ডার্ড এআই স্মার্ট গ্লাস। যেখানে থাকবে বিল্ট-ইন স্পিকার, মাইক্রোফোন, ক্যামেরা। এসব ব্যবহার করে স্বাভাবিকভাবেই কথা বলা যাবে জেমিনি এআই-এর সঙ্গে। ছবি তোলা, ভয়েস কমান্ডে বিভিন্ন কাজ করাও থাকবে অন্তর্ভুক্ত।
২. ইন-লেন্স ডিসপ্লে ভার্সন। যেখানে লেন্সের ভেতরেই ডিসপ্লে, চোখের সামনে প্রয়োজনীয় তথ্য ভেসে উঠবে এই মডেলে টার্ন-বাই-টার্ন নেভিগেশন, রিয়েল-টাইম অনুবাদসহ নানা তথ্য ব্যবহারকারী দেখতে পাবেন সম্পূর্ণ ব্যক্তিগতভাবে।
এছাড়া গুগল কাজ করছে ওয়্যারড এক্সআর গ্লাসেস-এর ওপর, যা হেডসেটের মতো ইমারসিভ অভিজ্ঞতা দিলেও বাস্তব পরিবেশ থেকেও ব্যবহারকারীকে বিচ্ছিন্ন করবে না।
আরও পড়ুনগুগল ক্যালেন্ডার ব্যবহারেও হ্যাকারের ফাঁদে পড়তে পারেনস্মার্টফোনের বিকল্প হতে পারে মেটার এআই গ্লাস
সূত্র: ইয়াহু টেকে
শাহজালাল/কেএসকে