মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ দেশটির রাজধানীর মসজিদ জামেক এলআরটি স্টেশন ও আশপাশের এলাকায় পরিচালিত বিশেষ অভিযান ‘অপস কুটিপ’ চালিয়ে নারীসহ ৩১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। তাদের মধ্যে ১১ জন বাংলাদেশিও রয়েছেন।
জেআইএম কুয়ালালামপুরের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, বৃহস্পতিবার রাত ৭টা ২০ মিনিটে শুরু হওয়া এই অভিযানে বিভাগের মোট ২৫ জন কর্মকর্তা অংশ নেন। তারা এলআরটি স্টেশন থেকে নামা বিদেশি যাত্রী এবং স্টেশন চত্বরের বিভিন্ন স্থানে অবস্থানরত ব্যক্তিদের তল্লাশি করেন।
তিনি জানান, অভিযানে মোট ৬০ জন বিদেশিকে চেক করা হয়। এর মধ্যে ৩১ জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়।
আটকদের নাগরিকত্ব অনুযায়ী তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশিরা, মোট ১১ জন। এরপর রয়েছে ভারত (৮), পাকিস্তান (৭), ইন্দোনেশিয়া (৩) এবং সুদান ও ফিলিপাইনের একজন করে।
পরিচালক জানান, আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩–এর সেকশন ১৫(১)(সি) অনুযায়ী ‘ওভারস্টে’–র অভিযোগে গ্রেপফতার করা হয়েছে। বাকি সবাইকে সেকশন ৬(১)(সি) অনুযায়ী বৈধ পাস বা পারমিট না থাকার জন্য আটক করা হয়েছে।
আটকদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
এসএনআর/এমএস