লাইফস্টাইল

গ্রিন ফ্ল্যাগ চেনার উপায়, সম্পর্কের নতুন ট্রেন্ড ‘লাউড লুকিং’

ডেটিংয়ের জগতে নতুন ট্রেন্ড আসা নতুন কিছু নয়। কখনো ‘ঘোস্টিং’, কখনো ‘সিচুয়েশনশিপ’, আবার কখনও ‘সফট লঞ্চ’-প্রতিটা সময়েই সম্পর্কের ভাষা বদলে যাচ্ছে। এই তালিকায় নতুন সংযোজন ‘লাউড লুকিং’ । সম্পর্কের শুরুতেই নিজের উদ্দেশ্য, প্রত্যাশা ও সীমারেখা স্পষ্ট করে বলা-এই হলো লাউড লুকিং-এর মূল দর্শন। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি এই ট্রেন্ড গ্রিন ফ্ল্যাগ চিনতে সাহায্য করে, নাকি এটি শুধু আরেকটি সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডি কথা?

কী এই লাউড লুকিং?লাউড লুকিং মানে চুপচাপ ইঙ্গিত দেওয়া নয়, বরং খোলাখুলি বলা। যেখানে সম্পর্কে যাওয়ার আগে দুজনেই দুজনের মতামত স্পষ্টভাবে জেনে নেয়। আপনি কী ধরনের সম্পর্ক চান, সঙ্গীর কাছ থেকে কী কী প্রত্যাশা করেন, আপনি কমিটমেন্টে বিশ্বাসী কি না, ভবিষ্যৎ নিয়ে ভাবেন কি না-এসব বিষয় শুরুতেই পরিষ্কার করে দেওয়া হয়। ফলে সম্পর্কের ভিত্তি তৈরি হয় স্পষ্টতা ও সততার ওপর।

লাউড লুকিং ডেটিং স্টাইলে সম্পর্ক থাকে তুলনামূলকভাবে বেশি স্বচ্ছ। এখানে আন্দাজ, অনুমান বা ভুল বোঝাবুঝির সুযোগ কম। কথাবার্তাই মুখ্য, আর সেই খোলামেলা যোগাযোগই সম্পর্ককে কোন দিকে যাবে, তা আগেই নির্ধারণ করে দেয়।

গ্রিন ফ্ল্যাগ চেনার ক্ষেত্রে সুবিধা লাউড লুকিং-এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি গ্রিন ফ্ল্যাগ ও রেড ফ্ল্যাগ দ্রুত আলাদা করতে সাহায্য করে। যে মানুষটি শুরুতেই আপনার কথা মন দিয়ে শোনে, আপনাকে সম্মান করে এবং নিজের অবস্থান স্পষ্ট করে-সেটা সাধারণত একটি গ্রিন ফ্ল্যাগ। আবার, কেউ যদি আপনার স্পষ্ট কথার পরেও বিষয় এড়িয়ে যায়, অস্পষ্ট উত্তর দেয় বা আপনাকে ‘ড্রামাটিক’ বলে উড়িয়ে দেয়-সেটা রেড ফ্ল্যাগ হিসেবেই ধরা যায়।

যদি শুরুতেই বোঝা যায় মানুষটি আপনার জন্য উপযুক্ত নয়, তাহলে সম্পর্ক এগোনোর প্রয়োজন পড়ে না। এতে অযথা সময়, আবেগ ও এনার্জি নষ্ট হয় না। এই কারণগুলোই লাউড লুকিংকে এখন ডেটিং দুনিয়ায় ট্রেন্ডিং করে তুলেছে।

আবেগগত নিরাপত্তা বাড়ায় অনেক সম্পর্ক ভেঙে যায় ভুল বোঝাবুঝি থেকে। লাউড লুকিং সেই ঝুঁকি কমায়। কারণ এখানে দু’জনেই জানে তারা কী চায় এবং কী চায় না। এতে আবেগগত নিরাপত্তা তৈরি হয়, বিশেষ করে যারা সিরিয়াস সম্পর্কে যেতে চান তাদের জন্য। মনোবিজ্ঞানীরা বলছেন, স্পষ্ট যোগাযোগ মানেই স্বাস্থ্যকর সম্পর্কের প্রথম ধাপ। লাউড লুকিং সেই যোগাযোগকে শুরুতেই জায়গা দেয়।

আর কী কী সুবিধা রয়েছে ১. লাউড লুকিং ডেটিং স্টাইলের সবচেয়ে বড় সুবিধা হলো-সম্পর্কের শুরুতেই স্বচ্ছতা। এতে অপ্রয়োজনীয় জটিলতা এড়ানো যায় এবং মানসিকভাবে সুস্থ থাকা সহজ হয়।

২. সবার আগে জানা যায়, সঙ্গী ঠিক কী চাইছে। সে লং টার্ম রিলেশনশিপে আগ্রহী, নাকি শুধু ক্যাজুয়াল ডেটিং-এই বিষয়গুলো শুরুতেই পরিষ্কার হয়ে যায়। ফলে ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তির জায়গা অনেকটাই কমে যায়।

৩. এতে সঙ্গীর প্রতি অযথা প্রত্যাশাও তৈরি হয় না। আগে থেকেই জানা থাকে, সঙ্গী আপনার জন্য কী করতে পারবে আর কী পারবে না। তাই মনের ভেতরে বাড়তি আশা জমে ওঠে না, দুঃখ পাওয়ার সম্ভাবনাও কমে।

৪. লাউড লুকিংয়ের মাধ্যমে সঙ্গীর ব্যক্তিত্ব ও মানসিকতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। সে সম্পর্কে কী ধরনের অনুভূতি বা লক্ষ্য নিয়ে এগোচ্ছে, তা বুঝতে সুবিধা হয়। এতে মনের মানুষকে চিনে নেওয়াও তুলনামূলক সহজ হয়ে ওঠে।

তবে সব ক্ষেত্রেই কাজ করে?সব ট্রেন্ডের মতো লাউড লুকিংয়েরও সীমাবদ্ধতা আছে। অনেকের কাছে শুরুতেই সব কথা বলা চাপ বলে মনে হতে পারে। আবার কেউ কেউ এটাকে অতিরিক্ত বা ‘ইন্টারভিউয়ের মতো’ ডেটিং বলে মনে করতে পারেন।

এছাড়া, শুধু কথা বললেই গ্রিন ফ্ল্যাগ নিশ্চিত হয় না। কেউ সুন্দর করে সব বললেও আচরণে তা না মিললে লাউড লুকিং ব্যর্থ হয়ে যায়। তাই কথার সঙ্গে কাজের মিল আছে কি না, সেটাও দেখাটা জরুরি।

সূত্র: ফোর্বস, হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন:প্রাক্তনের সঙ্গে ফের সম্পর্ক, নতুন প্রজন্মের ট্রেন্ড যে কারণে মানুষ সম্পর্কে জড়ায় 

এসএকেওয়াই/