লাইফস্টাইল

কতদিন পরপর ধোয়া উচিত আপনার শীতের পোশাক

শীত এলেই আলমারি থেকে বের হয় ভারী জ্যাকেট, কোট, সোয়েটার আর শাল। কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই এগুলো ব্যবহার করি আমরা। কিন্তু প্রশ্ন হলো — এই শীতের পোশাকগুলো কত ঘন ঘন ধোয়া দরকার?

খুব বেশি ধুলে যেমন কাপড় নষ্ট হয়, তেমনি একেবারেই না ধুলে জমে ওঠে ময়লা, দুর্গন্ধ আর জীবাণু। বিশেষজ্ঞদের মতে, শীতের জ্যাকেট বা কোট নিয়মিত ধোয়ার পোশাক নয়। তবে ব্যবহার, কাপড়ের ধরন ও পরিচর্যার নিয়ম জানা থাকলে পোশাক যেমন টিকবে, তেমনি স্বাস্থ্যঝুঁকিও কমবে।

পুরো শীতে এক-দু’বারই যথেষ্ট

সাধারণভাবে বলা যায়, শীতের ভারী জ্যাকেট বা কোট যদি প্রতিদিন সরাসরি খালিগায়ে না পরা হয়, তাহলে পুরো শীত মৌসুমে এক থেকে দুইবার ধোয়া বা পরিষ্কার করলেই যথেষ্ট। অফিস যাতায়াত বা অল্প সময়ের বাইরে ব্যবহারে খুব তাড়াতাড়ি ধোয়ার প্রয়োজন হয় না।

কাপড় ভেদে যত্ন আলাদা

সব কোট বা জ্যাকেট এক নিয়মে পরিষ্কার করা ঠিক নয়। উলের কোট সাধারণত ঘরে ধোয়া ঠিক না। এগুলো ড্রাই ক্লিন করানোই সবচেয়ে নিরাপদ। সিজনের মাঝামাঝি একবার এবং শীত শেষে সংরক্ষণের আগে একবার পরিষ্কার করানো ভালো।

সিনথেটিক ফিল জ্যাকেট ঘরে ওয়াশিং মেশিনে ধোয়া যায়। তবে ঠান্ডা পানি এবং কোমল ডিটারজেন্ট ব্যবহার করা উচিত। অতিরিক্ত জোরে ধোয়া বা গরম পানি কাপড় নষ্ট করে দিতে পারে।

ফ্লিস বা সিনথেটিক জ্যাকেট শরীরের খুব কাছে পরা হয় বলে এগুলো তুলনামূলক বেশি ময়লা ধরে। সাধারণত ছয় থেকে সাতবার ব্যবহারের পর ধোয়া ভালো।

লেদারের কোট ঘরে ধোয়ার চেষ্টা করা উচিত নয়। হালকা ব্রাশ বা স্পেশাল ক্লিনার দিয়ে পরিষ্কার করা যায়, তবে বড় দাগ বা গন্ধ হলে পেশাদার ক্লিনিং করানোই নিরাপদ।

দাগ বা গন্ধ দেখলেই ব্যবস্থা নিন

জ্যাকেটে খাবারের দাগ, ঘাম বা বাজে গন্ধ হলে পুরোটা ধোয়ার আগে স্পট ক্লিনিং করতে পারেন। এতে অপ্রয়োজনে বারবার ধোয়া লাগবে না এবং পোশাকের আয়ুও বাড়বে।

শীত শেষে পরিষ্কার করে রাখুন

শীত শেষ হলে জ্যাকেট বা কোট আলমারিতে তুলে রাখার আগে অবশ্যই পরিষ্কার করে নিন। না ধুয়ে রাখলে ময়লা ও ঘামের দাগ স্থায়ী হয়ে যেতে পারে, এমনকি পোকামাকড়ও ধরতে পারে। পরিষ্কার, শুকনো অবস্থায় সংরক্ষণ করলে পরের শীতে পোশাক নতুনের মতোই থাকবে।

অর্থাৎ শীতের জ্যাকেট বা কোট যত কম ধোয়া যায়, ততই ভালো, তবে পরিচ্ছন্ন থাকা জরুরি। কাপড়ের ধরন বুঝে পরিষ্কার করুন, দাগ বা গন্ধ জমতে দেবেন না, আর শীত শেষে যত্ন নিয়ে সংরক্ষণ করুন। এতেই শীতের প্রিয় পোশাকগুলো বহু বছর টিকে যাবে।

সূত্র: সাউদার্ন লিভিং

এএমপি/জেআইএম