তথ্যপ্রযুক্তি

অ্যান্ড্রয়েড ফোনের ৫ গোপন ফিচার

অ্যান্ড্রয়েড ফোনে অসংখ্য ফিচার রয়েছে। যা অনেকের কাছেই অজানা। অ্যান্ড্রয়েড ফোন থেকেই কল করা, ছবি তোলা বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করার জন্য এটিই আপনার সবসময়ের সঙ্গী। কিন্তু আপনি কি জানেন, আপনার ফোনে এমন অনেক ফিচার রয়েছে যেগুলো ভীষণ কাজে লাগে, অথচ খুব কম মানুষই সেগুলো ব্যবহার করেন?

আসুন এমন ৫ ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক-

ডিজিটাল ওয়েলবিইং ও ফোকাস মোডআপনি যদি ফোনে প্রয়োজনের তুলনায় বেশি সময় কাটান, তাহলে এই ফিচারটি আপনার জন্য। ডিজিটাল ওয়েলবিইং আপনাকে জানায়, সারা দিনে আপনি কতবার এবং কোন কোন অ্যাপ ব্যবহার করছেন। ফোকাস মোড চালু করলে মনোযোগ নষ্ট করে এমন অ্যাপগুলো সাময়িকভাবে ব্লক করা যায়। এতে পড়াশোনা বা কাজের সময় মনোযোগ ধরে রাখা অনেক সহজ হয়ে যায়।

স্প্লিট স্ক্রিন মোডএই ফিচারটি আপনাকে একসঙ্গে দুটি অ্যাপ ব্যবহার করার সুবিধা দেয়। যেমন, এক পাশে ইউটিউব ভিডিও আর অন্য পাশে নোটস অ্যাপ। মাল্টিটাস্কিংয়ের জন্য এটি খুবই উপকারী একটি ফিচার, কিন্তু বেশিরভাগ মানুষই এটি সম্পর্কে জানেন না। স্প্লিট স্ক্রিন মোড চালু করতে শুধু ‘রিসেন্ট অ্যাপস’ বাটনে চাপ দিন এবং কোনো একটি অ্যাপের উপর ‘স্প্লিন্ট স্ক্রিন’ অপশনটি নির্বাচন করুন।

স্ক্রিন পিনিংকখনো কখনো আমাদের ফোন অন্য কাউকে দিতে হয়, যেমন কাউকে ছবি দেখানোর জন্য। স্ক্রিন পিনিংয়ের মাধ্যমে আপনি শুধু সেই অ্যাপটিকেই লক করে রাখতে পারেন, যেটি আপনি দেখাতে চান। আপনি আনলক না করা পর্যন্ত অন্য ব্যক্তি সেই অ্যাপের বাইরে যেতে পারবেন না। এই ফিচারটি পাবেন সেটিংস > সিকিউরিটি > স্ক্রিন পিনিং অপশনে।

ভয়েস অ্যাক্সেস/ভয়েস কন্ট্রোলভয়েস অ্যাক্সেস ফিচারের মাধ্যমে আপনি পুরো ফোনটাই ভয়েস কমান্ড দিয়ে চালাতে পারেন। যেমন, ‘ওপেন ইউটিউব’, ‘সেন্ড মেসেজ টু রিয়াদ’ বা ‘স্ত্রোল ডাউন’এই ধরনের কমান্ড বলেই ফোন ব্যবহার করা যায়। এই ফিচারটি বিশেষ করে তাদের জন্য খুব উপকারী, যাদের টাচস্ক্রিন ব্যবহার করতে অসুবিধা হয়।

নিয়ারবাই শেয়ারএটি অ্যান্ড্রয়েডের নিজস্ব ‘ইয়ারড্রপ’-এর মতো একটি ফিচার। এর মাধ্যমে আপনি ইন্টারনেট ছাড়াই কাছাকাছি থাকা অ্যান্ড্রয়েড ডিভাইসে মুহূর্তের মধ্যে ছবি, ভিডিও বা ফাইল পাঠাতে পারেন। এটি ফাইল শেয়ার করার জন্য দ্রুত, নিরাপদ ও সহজ একটি উপায়, যা সম্পর্কে খুব কম মানুষই জানেন।

আরও পড়ুনফোন হ্যাক হলে বুঝবেন যেভাবেবিশ্বের সবচেয়ে ছোট ফোন, ওজন মাত্র ১৩ গ্রাম

কেএসকে/