ফিচার

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের আয়োজন কি হারাতে বসেছে

এক সময় গ্রাম বাংলার বিয়ে মানেই ছিল পুরো গ্রামের উৎসব। আধুনিকতার ছোঁয়া তখনো ঘরে ঘরে পৌঁছায়নি, কিন্তু মানুষের মন ছিল আনন্দে ভরপুর। বিয়ের আয়োজন শুরু হতো অনেক আগেই কেবল একটি পরিবারের নয়, বরং পুরো গ্রাম বা মহল্লার সম্মিলিত অংশগ্রহণে। আজকের ঝলমলে কমিউনিটি সেন্টার, ডিজিটাল কার্ড আর ক্যাটারিং সার্ভিসের ভিড়ে সেই চিরচেনা গ্রাম্য বিয়ের দৃশ্যগুলো যেন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে।

বিয়ের আমেজ ছড়িয়ে পড়ত পুরো গ্রাম বা মহল্লায়

গ্রামের বিয়ের সবচেয়ে বড় আকর্ষণ ছিল বাড়ির উঠান। লাল, নীল, হলুদ রঙের কাগজ কেটে তৈরি হতো ফুল, পাখি আর নকশা। সেগুলো দড়িতে গেঁথে উঠান থেকে ঘরের চাল পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হতো। সন্ধ্যা নামলেই কুপির আলোয় সেই রঙিন সাজ ঝলমল করত। এখন এসবের জায়গা নিয়েছে লাইটিং ডেকোরেশন আর ভাড়ার সামগ্রী যা সুন্দর হলেও সেই আপন আবহটা আর তৈরি করতে পারে না।

গ্রাম বাংলার বিয়ের হলুদের আয়োজন

হলুদ ছিল গ্রাম বাংলার বিয়ের সবচেয়ে প্রাণবন্ত আয়োজন। দাদি-নানি, চাচি-খালারা গোল হয়ে বসে গান ধরতেন লোকগান, বিয়ের গান, কখনো বা মজার ছড়া। কনের গায়ে হলুদ মাখাতে মাখাতে হাসি-ঠাট্টা, স্মৃতিচারণ আর আশীর্বাদে মুখর থাকত পুরো বাড়ি। আজকাল অনেক বিয়েতেই হলুদ মানে নির্দিষ্ট সময়ের একটি ফটোসেশন গানের জায়গায় বাজে ডিজে, আর আপনজনদের স্বতঃস্ফূর্ত আনন্দ চাপা পড়ে যায় ক্যামেরার ফ্রেমে।

নতুন জীবন শুরুর আনন্দ, লজ্জা,সংশয় সব মিলিয়ে কনের মুখে থাকত এক আলাদা সৌন্দর্য

আগে বিয়ের রান্না হতো বাড়ির আঙিনায় বা খোলা রান্নাঘরে। বড় হাঁড়িতে চুলায় বসত পোলাও, মাংস, পায়েস। গ্রামের নারী-পুরুষ সবাই ভাগ করে নিত কাজ কেউ মসলা বাটত, কেউ চাল ধুত, কেউ আগুন জ্বালাত। সেই খাবারের স্বাদে ছিল পরিশ্রম আর ভালোবাসার মিশেল। এখন ক্যাটারিংয়ের খাবার নিঃসন্দেহে ঝকঝকে, কিন্তু তাতে সেই মিলেমিশে কাজ করার আনন্দটা আর থাকে না।

বিয়ের রান্না হতো বাড়ির আঙিনায় বা খোলা রান্নাঘরে

গ্রাম বাংলার বিয়েতে ছিল নানা লোকজ রীতি-বরণডালা, পান-সুপারি, ঢাক-ঢোলের তালে বরবরণ, মেয়েদের আলতা পরা পা। বরযাত্রী আসত গরুর গাড়ি বা নৌকায়, সঙ্গে বাজত বাঁশি বা ঢোল। আজ এসবের জায়গা নিয়েছে গাড়ির বহর আর উচ্চ শব্দের মিউজিক। রীতিগুলো টিকে থাকলেও অনেক সময় তা হয়ে পড়ে শুধু আনুষ্ঠানিকতা।

বিয়ের গেট সাজানো হত কাগজ কিংবা নানান রঙের কাপড় বাঁশ দিয়ে

তাহলে কি হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী বিয়ের আয়োজন? পুরোপুরি হারিয়ে যাচ্ছে বলা যায় না, তবে তা সংকুচিত হচ্ছে তো বোটেই! শহুরে প্রভাব, সময়ের অভাব আর আধুনিকতার চাপে। তবু এখনো কিছু গ্রামে মানুষ চেষ্টা করছেন পুরোনো রীতিগুলো ধরে রাখতে, অন্তত আংশিকভাবে হলেও।

বিয়ের গোসল ছিল আরেক মজার আয়োজন

গ্রাম বাংলার বিয়ের আয়োজন ছিল শুধু একটি সামাজিক অনুষ্ঠান নয়, ছিল সম্পর্কের বন্ধন, সংস্কৃতির বহিঃপ্রকাশ। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে এগোনো জরুরি, কিন্তু সেই সঙ্গে যদি আমরা আমাদের শিকড়ের কিছু অংশ ধরে রাখতে পারি তবে হয়তো ভবিষ্যৎ প্রজন্মও জানতে পারবে, এক সময় বিয়ে মানে ছিল রঙিন কাগজে সাজানো উঠান, দাদি-নানিদের গান আর সবার মিলিত আনন্দের এক অনন্য উৎসব।

আরও পড়ুনগারোদের ৭ রকমের বিয়েমোগল আমলের রাজকীয় রীতি থেকে আজকের বিয়ে

কেএসকে/