তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে কল সুরক্ষিত রাখতে এই ফিচার চালু রাখুন

ব্যবহারকারীর নিরাপত্তার কথা ভেবে নিয়মিত নতুন ফিচার যুক্ত করছে মার্ক জুকারবার্গের হোয়াটসঅ্যাপ। তবে বেশিরভাগ ব্যবহারকারী এ সম্পর্কে জানেন না এবং খবরও রাখেন না। ফলে হোয়াটসঅ্যাপে তাদের চ্যাট এবং কল নিরাপদ থাকে না। এসব সুযোগে হ্যাকার খুব সহজে দখলে নিতে পারেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। 

যদি হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে আপনার লোকেশন ট্র্যাক করা হয়, তবে এটি আপনার ব্যক্তিগত ডাটা এবং সুরক্ষার জন্য হুমকি হতে পারে। এটি আটকাতে হোয়াটসঅ্যাপের ‘প্রটেক্ট  আইপি অ্যাড্রেস ইন কলস’ ফিচার আপনাকে স্বস্তি দিতে পারে।

‘প্রটেক্ট  আইপি অ্যাড্রেস ইন কলস’ ফিচার আপনার কলগুলোকে সম্পূর্ণ সুরক্ষিত করে এবং কোনো হ্যাকার বা স্ক্যামারের দ্বারা ট্র্যাক হওয়া থেকে বাঁচায়। যদিও এই ফিচারটি ডিফল্টভাবে বন্ধ থাকে, তাই ব্যবহারকারীদের এটি নিজে চালু করতে হয়।

কীভাবে ‘প্রটেক্ট  আইপি অ্যাড্রেস ইন কলস’ ফিচার চালু করবেন দেখে নিন-

>> প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলুন

>> স্ক্রিনের উপরে ডান দিকে দৃশ্যমান তিনটি ডট-এ ক্লিক করুন।

>> এরপর সেটিংসে যান।

>> সেটিংসে ‘প্রাইভেসি’ অর্থাৎ গোপনীয়তার বিকল্পটি পাওয়া যাবে, সেটিতে ক্লিক করুন।

>> এরপরে অ্যাডভান্সড অপশন পাবেন ক্লিক করুন।

>> এখানে আপনি ‘প্রটেক্ট  আইপি অ্যাড্রেস ইন কলস’ বিকল্পটি দেখতে পাবেন। এটি চালু করুন। এখন আপনার সব কল সুরক্ষিত সার্ভারের মাধ্যমে হবে এবং কেউ আপনার আসল আইপি অ্যাড্রেস-এ পৌঁছাতে পারবে না। 

 

আরও পড়ুন

অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে না তো?

নাম-নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপে চ্যাট করা যাবে

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/