নিউইয়র্কে যথাযথ মর্যাদা ও নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। নিউইয়র্ক সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক কনস্যুলেটের সব কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় সবাই দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শন করেন।
মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৩০ লাখ শহীদদের, যারা জাতির জন্য জীবন ত্যাগ করেছেন। তাদের ত্যাগের ফলে দেশ স্বাধীন হওয়ায় আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর থেকে একটি কথা সবসময় বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীরা প্রবাসে বসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এতদিন এটি মুখের কথা ছিল, সেটি এখন বাস্তবায়ন হচ্ছে। আমাদের আমেরিকায় প্রায় ১০ লাখ প্রবাসী বসবাস করেন। আমাদের ভোটার তালিকাভুক্তির সংখ্যা কম। আপনারা যারা আছেন, তাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব আশপাশের যারা আছে সবাইকে উৎসাহিত করুন যেন অ্যাপ ইনস্টল করে ভোটার হয়। ভোট দিতে হলে নিবন্ধন করতে হবে। ২৫ ডিসেম্বর শেষ দিন, আশা করব আমেরিকা থেকে সর্বোচ্চ সংখ্যক প্রবাসী আগামী সংসদ নির্বাচনে ভোটারধিকার প্রয়োগ করতে পারবেন।
জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর একটি স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থান ঘটেছিল ১৬ ডিসেম্বরে। সেজন্যই আমরা নিজেদের বাংলাদেশি হিসাবে অভিহিত করতে পারি।
অনুষ্ঠান শেষে কমিউনিটির শিল্পীরা সংগীত পরিবেশন করেন। বিজয় দিবসের এই আয়োজনে রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আইএইচআর/এমআরএম/এমএস