বাঙালিকে কদর দিতে জানে বুদ্ধিমানরাগুপ্তচর: জন্ম থেকে গুজব শুনতে শুনতে কোনটা মিথ্যা আর কোনটা রিয়েল বুঝে গেছি। এইগুলা ব্যাপার না।সিআইএ: হু আর ইউ রিয়েললি? তোমার রহস্য উদঘাটন না করতে পারলে আমি আফসোসেই মরে যাবো।গুপ্তচর: আমি সাধারণ বাংলাদেশি। যাকে তোমরা গুপ্তচর ভেবে ভুল করেছো।সিআইএ: ফিল আপ দিস ফর্ম, ভেরি কুইকলি।গুপ্তচর: কিসের ফর্ম এটা?সিআইএ: তোমাকে আজ থেকে সিআইএ’র ট্রেইনার হিসেবে নিয়োগ দিতে চাই। এমন লোকই তো আমরা খুঁজেছিলাম। আই স্যালিউট ইউ, বস!
****
লোভী প্রেমিকার চালাক প্রেমিকপ্রেমিকার ফোন পেয়েই সতর্ক প্রেমিক—প্রেমিক: হ্যাঁ, কত টাকার রিচার্জ করব বলো?প্রেমিকা: তোমার কি মনে হয় আমি প্রতিবার ফোন করি শুধু রিচার্জ করার জন্য?প্রেমিক: তাহলে বলো এবার কি চাও।প্রেমিকা: এবার কয়েকটা জামা কিনে দাও।প্রেমিক: তাহলে আমাকে কিছু টাকা পাঠিয়ে দাও।
****
পাগল যখন অংক করেদীর্ঘদিন চিকিৎসা করার পর তিন পাগলকে নিয়ে বসেছেন চিকিৎসক—চিকিৎসক: বলো তো, ৩ কে ৩ দিয়ে গুণ করলে কত হয়?১ম পাগল: ৩৯৮হতাশ চিকিৎসক দ্বিতীয় জনকেও একই প্রশ্ন করলেন।২য় পাগল: মঙ্গলবারহতাশ হয়ে চিকিৎসক তৃতীয় জনকেও একই প্রশ্ন করলেন।তৃতীয় পাগল: ৯চিকিৎসক: ভেরি গুড! এবার বলো তো, তুমি এটা কীভাবে বের করলে।’ খুশি হয়ে বললেন চিকিৎসক।৩য় পাগল: খুবই সহজ! ৩৯৮ থেকে মঙ্গলবার বিয়োগ করেছি!
কেএসকে