ভোলার তেঁতুলিয়া নদী থেকে বালু উত্তোলনের সময় এক ড্রেজার মালিককে আটক করা হয়। আটকদের নাম মো. হারুন (৫৫)। তিনি ভোলা সদর উপজেলার বাপ্তা এলাকার বাসিন্দা মো. সুলতান আহমদের ছেলে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া গ্রামের তেঁতুলিয়া নদীতে থেকে বালু উত্তোলনের সময় তাকে আটক করা হয়।
তথ্য নিশ্চিত করে বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এসময় তে&তুলিয়া নদীতে বালু উত্তোলনের সময় ড্রেজারসহ মো. হারুন নামে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। বালু উত্তোলনের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম