ক্যাম্পাস

আবরার ফাহাদ-ওসমান হাদির নামে দুই ভবনের নাম রাখলেন শিক্ষার্থীরা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আধিপত্যবাদ বিরোধী দুই শহীদ শরিফ ওসমান হাদি ও আবরার ফাহাদকে স্মরণে তাদের নামে দুটি একাডেমিক ভবনের নামকরণ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর নাম পরিবর্তন করে ‘শহীদ শরিফ ওসমান হাদি ভবন’ এবং একাডেমিক ভবন-২ এর নাম ‘শহীদ আবরার ফাহাদ একাডেমিক ভবন’ ঘোষণা করে সংশ্লিষ্ট ভবনে ব্যানার টানিয়ে দেন।

জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নেজাজ আহমেদ বলেন, ‌‘যারা বিপ্লবকে সরাসরি দেখেননি, তারা এই ভবনগুলোর নাম দেখে জানতে পারবেন বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কীভাবে জীবন দিতে হয়েছে।’

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলবী বলেন, ‘বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি অর্জনের স্থান নয়; এখান থেকেই ন্যায়, প্রতিবাদ ও মানবিকতার শিক্ষা ছড়িয়ে পড়ে। ভবনের নামকরণের মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই বার্তাই পৌঁছে দিতে চেয়েছি।’

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘শহীদ আবরার ফাহাদ ও ওসমান হাদি ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। দেশের প্রতি তাদের ভালোবাসা ও সংগ্রামের চেতনা আজ সমগ্র জাতির কাছে পৌঁছে গেছে। তারা যুগ যুগ ধরে বেঁচে থাকবেন।’

এসআর/এএসএম