তথ্যপ্রযুক্তি

জরুরি কলে লাইভ ভিডিও শেয়ার করতে পারবেন অ্যান্ড্রয়েডে

 

জরুরি পরিস্থিতিতে সহায়তা পাওয়ার প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনতে নতুন ‘ইমার্জেন্সি লাইভ ভিডিও’ ফিচার চালু করেছে অ্যান্ড্রয়েড। এই সুবিধার মাধ্যমে জরুরি সেবায় ফোন বা টেক্সট করার সময় কলারের আশপাশের পরিস্থিতি লাইভ ভিডিওতে দেখতে পারবেন ডিসপ্যাচাররা, ফলে ঘটনাস্থলের বাস্তব অবস্থা তাৎক্ষণিকভাবে বোঝা সম্ভব হবে।

নতুন এই ফিচারের ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন জরুরি পরিষেবায় কল বা বার্তা পাঠানোর সময় নিজেদের চারপাশের লাইভ ভিডিও শেয়ার করতে পারবেন। এতে উদ্ধারকারী সংস্থাগুলো পরিস্থিতি আরও স্পষ্টভাবে মূল্যায়ন করে দ্রুত ও কার্যকর সহায়তা দিতে পারবে বলে জানিয়েছে গুগল।

চলতি মাসের বুধবার (১০ ডিসেম্বর) ফিচারটি চালু করা হয়। এর আওতায় জরুরি কল চলাকালীন ডিসপ্যাচাররা চাইলে কলারের কাছ থেকে লাইভ ভিডিও ফিড দেখতে পারবেন। এ ক্ষেত্রে ব্যবহারকারীর স্ক্রিনে একটি সিঙ্গেল-ট্যাপ বাটন ভেসে উঠবে-সেটিতে চাপ দিলেই লাইভ ভিডিও সম্প্রচার শুরু হবে। এতে ঘটনাস্থলের পরিবেশ মূল্যায়নের পাশাপাশি সিপিআরের মতো নির্দিষ্ট চিকিৎসা নির্দেশনা দেওয়া আরও সহজ হবে।

গুগলের এক ব্লগ পোস্টে বলা হয়েছে, ফিচারটি জরুরি কলের পাশাপাশি জরুরি টেক্সট সার্ভিসেও কার্যকর হবে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে ভিডিও ফুটেজ ডিফল্টভাবে এনক্রিপ্টেড থাকবে। পাশাপাশি ফিচারটির পরিসর বাড়াতে বিশ্বজুড়ে বিভিন্ন পাবলিক সেফটি সংস্থার সঙ্গে অংশীদারত্বের পরিকল্পনাও করছে গুগল।

এর আগেও অ্যান্ড্রয়েড ডিভাইসে একাধিক জরুরি নিরাপত্তা ফিচার যুক্ত করেছে গুগল। এর মধ্যে রয়েছে দুর্ঘটনা শনাক্তকরণ (ক্র্যাশ ডিটেকশন), পড়ে যাওয়া শনাক্তকরণ (ফল ডিটেকশন), ইমার্জেন্সি এসওএস এবং স্যাটেলাইটভিত্তিক জরুরি সেবা। সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৬ সংস্করণে যুক্ত হয়েছে নতুন অ্যাক্সেসিবিলিটি ফিচার, প্যারেন্টাল কন্ট্রোল এবং জরুরি যোগাযোগ চিহ্নিত করার সুবিধা।

ইমার্জেন্সি লাইভ ভিডিও ফিচারটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে চালু হয়েছে। পাশাপাশি জার্মানি ও মেক্সিকোর নির্দিষ্ট কিছু অঞ্চলেও জরুরি পরিষেবার জন্য এটি ব্যবহার করা যাচ্ছে। এই সুবিধা পেতে ব্যবহারকারীর ডিভাইসে অ্যান্ড্রয়েড ৮ বা তার পরের সংস্করণ থাকতে হবে এবং গুগল প্লে সার্ভিস সক্রিয় থাকতে হবে।

আরও পড়ুনফোন হ্যাক হলে বুঝবেন যেভাবেচোখের পলকে ফোনের চার্জ শেষ হচ্ছে, সমাধান করুন নিজেই

সূত্র: ম্যাশঅ্যাবল

শাহজালাল/কেএসকে