অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে পরিবর্তনের বিষয়ে সম্প্রতি কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী পদত্যাগ করছেন—সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে পারেন বলেও আলোচনা চলছিল।
ব্রিফিংয়ে এ বিষয়ে জানতে চাওয়া হলে প্রেস সচিব বলেন, এ বিষয়টি (উপদেষ্টা পরিষদে পরিবর্তন) সম্পর্কে আমার কিছু জানা নেই। এ বিষয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনাও হয়নি।
এমইউ/এমকেআর/জেআইএম