দেশজুড়ে

বিচ্ছিন্ন হাত জোড়া লাগালেন সাতক্ষীরার চিকিৎসকরা

সরিষার মাড়াই মেশিনে দুর্ঘটনায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক শ্রমিকের ডান হাত সফলভাবে পুনঃসংযোগ করে চিকিৎসা ক্ষেত্রে নতুন মাইলফলক স্থাপন করেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

২৩ ডিসেম্বর দুপুরে সাতক্ষীরার আশিশুনি উপজেলার বুধহাটা বাজারের একটি সরিষা তেল কারখানায় কর্মরত ওই শ্রমিকের হাত মাড়াই মেশিনে আটকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি ভিত্তিতে অপারেশন থিয়েটারে করা হয়।

অর্থোপেডিক বিভাগের বিশেষজ্ঞ ডা. প্রবীর কুমার দাস ও ডা. বি. কে. মন্ডলের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল টিম প্রায় ৬ ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচারের মাধ্যমে বিচ্ছিন্ন হাতটি সফলভাবে পুনঃসংযোগ করেন। অপারেশনে মাইক্রোসার্জারি ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে হাতের স্নায়ু, রক্তনালী, হাড় ও পেশি সংযুক্ত করা হয়।

ডা. প্রবীর কুমার দাস বলেন, এটি অত্যন্ত জটিল অপারেশন ছিলো। সময়মতো রোগীকে হাসপাতালে আনা এবং টিমের সমন্বিত প্রচেষ্টায় আমরা সফল হয়েছি।

তিনি বলেন, অপারেশনের পর রোগী বর্তমানে আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন এবং হাত নাড়াতে পারছেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শেখ মো. আমিনুর রহমান জানান, এটি আমাদের হাসপাতালের প্রথম সফল হাত পুনঃসংযোগ অপারেশন। এর মাধ্যমে স্থানীয় রোগীরা এখন ঢাকাসহ দূরবর্তী হাসপাতালে না গিয়েই উন্নত চিকিৎসা পাবেন।

বিভাগীয় প্রধান ডা. বি. কে. মন্ডল বলেন, এই সাফল্য আমাদের চিকিৎসক দলের দক্ষতা ও সরকারি সহায়তার ফল। ভবিষ্যতে আরও জটিল অপারেশনের জন্য আমরা প্রস্তুত।

এ অর্জনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, এর মাধ্যমে সাতক্ষীরা জেলার চিকিৎসা সেবায় নতুন আশার দিগন্ত উন্মোচিত হয়েছে।

আহসানুর রহমান রাজীব/এনএইচআর/এমএস