জোকস

আজকের কৌতুক: চুল কাটার উপযুক্ত সময়

 

চুল কাটার উপযুক্ত সময়বাড়ির পাশের সেলুনে গেছেন করিম সাহেব নাপিতকে বললেন—করিম সাহেব: আমার ছেলেটার দুই বছর বয়স। ওর চুল কাটাব। কখন নিয়ে এলে ভালো হবে, বলুন তো?নাপিত: যখন ওর বয়স চার বছর হবে।

****

লোভী প্রেমিকার চালাক প্রেমিকপ্রেমিকার ফোন পেয়েই সতর্ক প্রেমিক—প্রেমিক: হ্যাঁ, কত টাকার রিচার্জ করব বলো?প্রেমিকা: তোমার কি মনে হয় আমি প্রতিবার ফোন করি শুধু রিচার্জ করার জন্য?প্রেমিক: তাহলে বলো এবার কি চাও।প্রেমিকা: এবার কয়েকটা জামা কিনে দাও।প্রেমিক: তাহলে আমাকে কিছু টাকা পাঠিয়ে দাও।

****

ঘুমের ওষুধ খাইয়ে দিনরোগী: বাসার পাশের রাস্তায় কুকুরগুলো রোজ রাতে নিয়ম করে হল্লা করে। কিছুতেই ঘুমাতে পারি না।ডাক্তার: এই ঘুমের বড়িটা নতুন এসেছে। খুব ভালো কাজ দেয়।রোগী ওষুধ নিয়ে চলে গেল। কিন্তু এক সপ্তাহ বাদেই ফিরে এসে বলল, ‘এখনো আমার ঘুমের সমস্যা হচ্ছে।’ডাক্তার প্রশ্ন করে, কিন্তু ওষুধটা তো বেশ ভালো। অনেকেরই কাজ হয়েছে।রোগী: তাতে কি, সারা রাত কুকুরগুলোকে ধাওয়া করে একটা যদিও ধরতে পারি, কিছুতেই বদমাশটাকে ওষুধ গেলানো যায় না।

কেএসকে