জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘জাতীয় পার্টিকে (জাপা) নির্বাচনে নিয়ে আসা আমরা কোনোভাবে সরল চোখে দেখি না। এটা আওয়ামী লীগকে পুনর্বাসন এবং একধরনের এজেন্সির খেলা।’
রোববার (৪ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
জামায়াত-এনসিপি জোট নিয়ে আখতার হোসেন বলেন, ‘জামায়াতের সঙ্গে এটা আমাদের আদর্শিক জোট না, নির্বাচনি সমঝোতা। নির্বাচনের জন্য এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’
‘জোটের আসন বিন্যাস নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে উপনীত হইনি। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্তে উপনীত হতে পারবো। তখন আপনারা জানতে পারবেন কতটি আসনে শাপলা কলি মার্কা প্রতিদ্বন্দ্বিতা করছে। আমাদের নিজস্ব রাজনৈতিক আদর্শে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করবো,’ যোগ করেন তিনি।
এনসিপি ছেড়ে যাওয়া নেতাদের প্রসঙ্গে সদস্যসচিব বলেন, ‘আমার যেসব সহযোদ্ধা পদত্যাগ করেছেন, তাদের এই পদত্যাগ আমাদের ব্যক্তিগত অনুভূতিকে আহত করে, ব্যক্তিগত অনুভূতিকে প্রভাবিত করে।’
এনএস/একিউএফ/এমএস