কনটেন্ট ক্রিয়েশন এখন অনেকের পেশা। সোশ্যাল মিডিয়া কনটেন্ট থেকে উপার্জন করা অনেকের জন্য স্বপ্ন হয়ে উঠেছে। তবে ভিডিও এডিটিং নিয়ে অনেকেরই সমস্যা থাকে। ক্যামেরা, সফটওয়্যার বা এডিটিং অ্যাপের জন্য বড় খরচ সব সময় সম্ভব নয়। কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এখন এআই টুলের সাহায্যে সহজেই ভিডিও এডিট করা সম্ভব, এমন কিছু টুল রয়েছে যা বিনামূল্যে ব্যবহার করা যায়।
১. ভিড ডট আইও (VEED.IO)ভিড ডট আইও শর্ট ভিডিও তৈরির জন্য খুবই উপযোগী। ব্যবহার শুরু করতে হলে প্রথমে সাইন আপ করতে হবে। এরপর ‘ক্রিয়েট প্রোজেক্ট’ এ গিয়ে নির্ধারণ করতে হবে কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিও তৈরি করতে চান। এরপর ভিডিও আপলোড করুন এবং প্রয়োজন অনুযায়ী সাবটাইটেল ও অডিও যোগ করুন। একবার সব সেটআপ হয়ে গেলে আপনার ভিডিও প্রস্তুত।
২. ডেস্ক্রিপ্ট (Descript)ডেস্ক্রিপ্ট এমন একটি টুল যা ব্যবহার করে মুহূর্তের মধ্যে ভিডিও তৈরি করা যায়। এটি বিশেষভাবে কাজের জন্য উপযোগী কারণ টেক্সট ডকুমেন্ট ব্যবহার করেও ভিডিও তৈরি করা সম্ভব। তাই যারা স্ক্রিপ্টের ভিত্তিতে ভিডিও বানাতে চান, তাদের জন্য ডেস্ক্রিপ্ট খুবই কার্যকর।
৩. ইনভিডিও (Invideo)ইনভিডিও ব্যবহার করে ভিডিও তৈরি করতে হলে আপনাকে প্রথমে বিস্তারিত লিখতে হবে। যেমন, ভিডিওটি কেমন হবে এবং কী ধরনের ভয়েসওভার দরকার। এরপর এআই স্বয়ংক্রিয়ভাবে আপনার দেওয়া তথ্য অনুযায়ী ভিডিও তৈরি করবে। এটি বিশেষভাবে নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সময় সাশ্রয়ী।
৪. ওয়াইসকাট (Wisecut)ওয়াইসকাট দিয়ে ভিডিও এডিটিং একেবারে সহজ হয়ে গেছে। এটি ভিডিওর অপ্রয়োজনীয় শব্দ কেটে ফেলে এবং স্বয়ংক্রিয়ভাবে সাবটাইটেল যুক্ত করে। তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই যারা দ্রুত এবং সহজে ভিডিও সম্পাদনা করতে চান, তাদের জন্য ওয়াইসকাট আদর্শ।
যারা বিনিয়োগ ছাড়া সোশাল মিডিয়ার জন্য ভিডিও তৈরি করতে চান, তাদের জন্য এই এআই টুলগুলো একেবারে আদর্শ। শুধু আপনার মোবাইলে ভিডিও রেকর্ড করুন, উপরের যে কোনো টুল ব্যবহার করে এডিট করুন, এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিন।
আরও পড়ুনসোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেওএআই দিয়ে বানানো নাকি আসল ছবি চিনবেন যেভাবে
কেএসকে