আমার আর ফেরা হবে নাপ্রিয় ফুলের কাছে,সুরেলা পাখির কাছে,নদী কিংবা সমুদ্রের কাছে।
ফেরা হবে না আর—সময়ে কিংবা অসময়ে,হারানো নামের কাছে।
তবু গভীর রাত নামবে,প্রগাঢ় অন্ধকারের পরতিরতির আলো ফুটবে—ফজর হবে পৃথিবীর;আমার হবে না ফেরা আর।
প্রতিনিয়ত সূর্য উঠবে,পাখি ফিরে যাবে আপন নীড়ে—তবু ফেরা হবে না আর আমার।
এসইউ