প্রবাস

যুক্তরাষ্ট্রে ‌‘খালেদা জিয়া সড়ক’

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামেক সিটিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে। স্থানীয় বাংলাদেশি আমেরিকানদের আবেদনের পর হ্যামট্রামেক সিটি কাউন্সিলের সভায় ৪-২ ভোটে প্রস্তাবটি অনুমোদন পায়।

সিটি প্রশাসনের রেজুলেশন ২০২৬-০৩ অনুযায়ী, শহরের জোসে ক্যাম্পো স্ট্রিট থেকে কনান্ট স্ট্রিট (বাংলাদেশ এভিনিউ) পর্যন্ত প্রায় ৪০০ মিটার দীর্ঘ সড়কটি এখন থেকে ‘বেগম খালেদা জিয়া সড়ক’ নামে পরিচিত হবে।

এর আগে, সাবেক ও তৎকালীন সিটি কাউন্সিল সদস্যরা মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে একটি প্রোক্লেমেশন জারি করেন। এতে দেশের সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার ও শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে প্রক্লেমেশন এবং বর্তমান সিটি প্রশাসন আলাদাভাবে রাস্তার নামকরণের বিষয়টিরও রেজুলেশন কপি দেন।

হ্যামট্রামেক সিটির মেয়র প্রোটেম কামরুল হাসান জানান, মিশিগানে বসবাসরত বাংলাদেশি আমেরিকানদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিটি প্রশাসন বিষয়টি আমলে নেন। মিটিংয়ে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে শহরের কার্পেনটার রোডকে বেগম খালেদা জিয়া সড়ক নামে অনুমোদন দেওয়া হয়।

মিশিগান বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিন বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বেগম খালেজা জিয়ার নামে সড়কের নামকরণের জন্য সিটি প্রশাসনের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ভিনদেশে তার কর্মময় জীবনের স্মৃতি স্বরূপ সড়কটি মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য কোটি কোটি বাংলাদেশির ভালোবাসার নিদর্শন হিসেবে আখ্যায়িত থাকলো।

বহু বছর আগে সাবেক রাষ্ট্রপতি শহীদ মেজর জিয়াউর রহমানের নামে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে একটি রাস্তার নামকরণ করা হয়। সেই ধারাবাহিকতায় এবার মিশিগানে বেগম খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণের খবরে প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।

প্রবাসীরা এটিকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন।

এমআরএম/এমএস