শুধু কেনাকাটার ভিড়ে নয়, দৈনন্দিন জীবনের ব্যস্ততায় আলমারি অনেক সময় ভরে যায় অগোছালো পোশাক, ব্যাগ ও অন্যান্য জিনিসপত্রে। কোথাও যাওয়ার সময় মনমতো পোশাক খুঁজে পাওয়া দায় হয়ে ওঠে।
অনেক সময় আমরা মায়া করে অপ্রয়োজনীয় পোশাক ও জিনিসপত্র যত্ন করে রেখে দেই। কিন্তু দিনের শেষে দেখা যায়, সেসব পোশাক বা জিনিস কখনোই ব্যবহার হয় না। তাই ‘মোহ’ কাটিয়ে কিছু ধাপে আলমারি পরিষ্কার করলে এই সমস্যা অনেকটাই দূর করা সম্ভব।
সমীক্ষা বলছে, আলমারিতে থাকা মাত্র ২০-৩০% পোশাকই আমরা নিয়মিত পরি। বাকি অনেক পোশাক অনির্দিষ্ট সময়ের জন্য রাখি-এবার না, পরে পরব ভাবনায়। তাই প্রথমেই চিন্তাভাবনা পবির্তন করতে হবে। কোন পোশাক আপনি ব্যবহার করতে পারবেন, তা নির্ধারণ করুন।
আসুন জেনে নেওয়া যাক আলমারি কীভাবে গুছাবেন-
১. পুরো আলমারি খালি করুনআলমারির সব পোশাক, আনুষাঙ্গিক জিনিসপত্র, জুতা, শীতকালীন কোট ও হ্যান্ডব্যাগ বের করে ফেলুন। বছরের পর বছর ধরে না পরা জিনিসগুলোও বের করুন। মন শক্ত করে বাছাই শুরু করুন। সব জিনিসকে তিন ভাগে ভাগ করুন-যেগুলো নিয়মিত ব্যবহার করবেন, যেগুলো এখনো ভালো কিন্তু ব্যবহার করছেন না এবং যেগুলো অপ্রয়োজনীয় বা ছেঁড়া। ছেঁড়া বা ব্যবহার অযোগ্য পোশাক সঙ্গে সঙ্গে আলমারি থেকে সরিয়ে দিন। এই ধাপে মনোযোগ দিয়ে আলমারি খালি করার পর বাকি গুছানো ধাপগুলো অনেক সহজ হবে।
২. আলাদা করে রাখুনব্যবহার না করা পোশাক একটি ব্যাগে ভরে কাউকে দিতে পারেন বা বিক্রি করতে পারেন। বিকল্প না থাকলে সরাসরি ফেলে দিন এবং আলমারিতে আর রাখবেন না।
৩. ভাঁজ ও শ্রেণিবিন্যাস করাঅফিস, পার্টি বা দৈনন্দিন ব্যবহারের পোশাক আলাদা আলাদা করে ভাঁজ করুন। একই ধরনের একাধিক পোশাক থাকলে যাচাই করুন, সবগুলোই কি ব্যবহার করছেন। ব্যবহার না করা পোশাক ফেলে দিলে শুধু জায়গা খালি হবে না, বরং আলমারি পরিচালনাও সহজ হবে।
৪. স্মৃতি সংরক্ষণ করাবিয়ের শাড়ি, প্রিয়জনের উপহার বা বিশেষ স্মৃতিস্বরূপ জিনিস চাইলে অবশ্যই রাখতে পারেন, তবে তা ভালোভাবে গুছিয়ে এবং আলাদা করে সংরক্ষণ করুন। এতে আলমারি পরিষ্কার থাকবে এবং প্রয়োজনীয় জিনিস সহজে খুঁজে পাওয়া যাবে
৫. অর্গানাইজার ব্যবহার করুনঅনলাইন বা অফলাইনে পাওয়া যায় পোশাক অর্গানাইজার। এতে পোশাক সুন্দরভাবে ভাঁজ হয় এবং আলমারি ফাঁকা জায়গার সদ্ব্যবহার হয়।
৬. অপরাধবোধ ছেড়ে আনন্দকে জায়গা দিনফেলে দেওয়ার আগে মনে হতে পারে-‘কত খরচ করলাম!’ তবে সবচেয়ে ভালো উপায় হলো সেই অপরাধবোধকে মুক্ত করে আনন্দকে জায়গা দেওয়া। আলমারি ফাঁকা করলে পুরোনো পোশাকের বোঝা দূর হবে এবং নতুন উদ্যমে দিন শুরু করা যাবে।
৭. কেনাকাটায় সতর্ক থাকুননতুন পোশাক কেনার আগে ভেবে নিন, আপনার আলমারিতে রাখার জায়গা আছে কি না। প্রয়োজনের বাইরে অতিরিক্ত কেনাকাটিতে না যাওয়াই ভালো।
আলমারি পরিষ্কার করলে পোশাকের মোহ কাটবে, জায়গা খালি হবে, সময় বাঁচবে এবং মানসিক স্বস্তিও ফিরে আসবে।
সূত্র: সাউদার্ন লিভিং ও দ্য স্প্রু
আরও পড়ুন:বাড়তি খরচ এড়িয়ে সিলিন্ডার গ্যাস বাঁচানোর কৌশল টয়লেট পরিষ্কার করার সময় এই ভুলগুলো করছেন কিনা মিলিয়ে নিন
এসএকেওয়াই/